𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই।
আজকের পোস্টে ICDS Anganwadi Exam Special বাংলা ক্যুইজ জিকে অনলাইন মক টেস্ট পর্ব ১- এর আয়োজন করা এই পর্বে থাকছে বাছাই করা গুরুত্বপূর্ণ মোট ২০টি জিকে প্রশ্ন উত্তর, যেগুলি প্রায় সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে কুইজ পর্ব গুলিতে প্রতিনিয়ত অংশ নিয়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন বিনামূল্যে।
গশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ শুরু হয়েছে এবং চাকরিপ্রার্থীরা সঠিকভাবে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের এই প্র্যাক্টিস সেট গুলি ফলো করুন।
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
আমাদের ICDS Anganwadi Practice Set 2024 E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে হলে এই নাম্বারে (8967793729) হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ICDS অঙ্গনওয়াড়ি এবং হেল্পারের নোটসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয় দেওয়া রয়েছে।