CTET Full Syllabus 2024 in Bengali | CTET Syllabus 2024 |


CTET Full Syllabus 2024 in Bengali | CTET Syllabus 2024 |


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, CTET 2024 Full Syllabus in Bengali.


CTET 2024 Full Syllabus in Bengali : কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য CTET 2024 পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলার চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন CTET 2024 পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস (CTET 2024 Full Syllabus in Bengali)। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার সিলেবাস, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদনের শেষ তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয় নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা।


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


CTET 2024 Full Syllabus in Bengali


শিক্ষাগত যোগ্যতা :


কেন্দ্রীয় বিদ্যালয়ে দুধরনের পদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীকে ২ বছরের D.El.Ed প্রশিক্ষণ কোর্স উত্তীর্ণ হয়ে থাকতে হবে।


অন্যদিকে, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রী সম্পন্ন করতে হবে। এরই পাশাপাশি প্রার্থীদের B.Ed প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।


বয়স সীমা :


কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। বর্তমানে এই পদে আবেদন করার জন্য বয়সের নির্দিষ্ট কোনো উর্ধ্বসীমা নেই। বয়সের ঊর্ধ্বসীমা না থাকার কারণে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়ের বিষয়টি এখানে লাগু করার প্রয়োজন নেই।


CTET Paper 1 পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন


শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা - ৩০টি প্রশ্ন ৩০ নম্বর

গণিত - ৩০টি প্রশ্ন ৩০ নম্বর

পরিবেশ বিদ্যা ৩০টি প্রশ্ন ৩০ নম্বর

ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (১) - ৩০টি প্রশ্ন ৩০ নম্বর

ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (২) - ৩০টি প্রশ্ন ৩০ নম্বর

মোট - ১৫০টি প্রশ্ন ১৫০ নম্বর


সরকারি চাকরি পরীক্ষার ফ্রী মক টেস্ট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন👇👇



CTET Paper 2 পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন


শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা - ৩০টি প্রশ্ন ৩০ নম্বর

গণিত এবং বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান - ৬০টি প্রশ্ন ৬০ নম্বর

ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (১) - ৩০টি প্রশ্ন ৩০ নম্বর

ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (২) - ৩০টি প্রশ্ন৩০ নম্বর

মোট - ১৫০টি প্রশ্ন ১৫০ নম্বর


আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস


  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • আধার অথবা ভোটার কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি
  • পরিষ্কার সাদা কাগজে করা সাক্ষর


CTET 2024 Important Information



নবীনতর পূর্বতন