সেরা 250 টি GK প্রশ্ন | WBP & KP, PSC, RPF 2024 পরীক্ষায় হুবহু কমন | Top 250 GK Questions in Bengali |



𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেরা 250 টি GK প্রশ্ন | যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজেই আগত WBP, KP, PSC, SSC পরীক্ষায় সফল হতে পারবে।


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


সেরা 250 টি GK প্রশ্ন


০১. ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে? 

উত্তরঃ ভানু আথাইয়া।


০২. 'তিতাস একটি নদীর নাম' ছবিটি কে পরিচালনা করেছেন? 

উত্তরঃ ঋত্বিক ঘটক।


০৩. কোন ঘরানা সবচেয়ে প্রাচীন?

উত্তরঃ গোয়ালিয়র ঘরানা।


০৪. ভারতের প্রাচীনতম বাদ্য কোনটি? 

উত্তরঃ বীণা।


০৫. আলমাট্টি বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ কর্ণাটক।


০৬. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ গুজরাট।


০৭. রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তরঃ ১৯৭১ সালে।


০৮. নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৫৮ সালে।


০৯. ত্রাসের নদী কাকে বলে?

উত্তরঃ তিস্তা।


১০. গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন?

উত্তরঃ বুদ্ধগয়া।


১১. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৭৮৪ সালে।


১২. স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন?

উত্তরঃ এডওয়ার্ড জেনার।


১৩. খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়?

উত্তরঃ ১৫২৭ সালে।


১৪. কোন লেন্সকে অভিসারী লেন্স বলে?

উত্তরঃ উত্তল লেন্সকে।


১৫. কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল?

উত্তরঃ ১৯৯৯ সালে।


১৬. মোপলা বিদ্রোহ কত সালে হয়?

উত্তরঃ ১৯২১ সালে।


১৭. ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উত্তরঃ ১৯১১ সালে।


১৮. শকুন্তলা নাটকের রচয়িতা কে?

উত্তরঃ কালিদাস।


১৯. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।


২০. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?

উত্তরঃ ১৯১৯ সালে।


২১. মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? 

উত্তরঃ ভোপাল।


২২. কোন অঙ্গাণু কে কোষের শক্তিঘর বলা হয়? 

উত্তরঃ মাইটোকন্ড্রিয়া।


২৩. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?

উত্তরঃ ১৫৬৫ সালে।


২৪. ডঃ আব্দুল কালাম কবে ভারতরত্ন পুরস্কার পান?

উত্তরঃ ১৯৯৭ সালে।


২৫. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ যমুনা।


২৬. কোন শহরকে সবুজ নগর বলা হয়? 

উত্তরঃ চেন্নাই।


২৭. কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? উত্তরঃ কোচি।


২৮. গ্রিসের রাজধানীর নাম কি? 

উত্তরঃ এথেন্স।


২৯. বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? 

উত্তরঃ ব্রাজিলে।


৩০. নৌ বিদ্রোহ কত সালে হয়? 

উত্তরঃ ১৯৪৬ সালে।


৩১. ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯৫০ সালে।


৩২. ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরঃ রাজস্থান।


৩৩. ভেম্বনাদ কয়াল কোথায় অবস্থিত? 

উত্তরঃ কেরালা।


৩৪. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 

উত্তরঃ নক্রেক।


৩৫. দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 

উত্তরঃ আনাইমুদি।


৩৬. পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯৫৪ সালে।


৩৭. রক্তকবরী নাটকটি কার লেখা?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।


৩৮. মেঘালয়ের রাজধানীর নাম কি? 

উত্তরঃ শিলং।


৩৯. আলিনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ১৭৫৭ সালে।


৪০. নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? 

উত্তরঃ ভূমধ্যসাগরে।


৪১. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? 

উত্তরঃ নরওয়ে।


৪২. পৃথিবীর বৃহত্তম হ্রদ। কোনটি? 

উত্তরঃ কাস্পিয়ান সাগর।


৪৩. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? 

উত্তরঃ এশিয়া।


৪৪. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? 

উত্তরঃ ভিটামিন বি১২।


৪৫. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? 

উত্তরঃ ১৭৮৯ সালে।


৪৬. বিশ্বের গভীরতম খাল কোনটি? 

উত্তরঃ পানামা খাল।


৪৭. মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? 

উত্তরঃ ফিমার।


৪৮. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? 

উত্তরঃ যকৃৎ।


৪৯. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? 

উত্তরঃ লালা হরদয়াল।


৫০. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?

উত্তরঃ বঙ্গোপসাগর।


৫১. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? 

উত্তরঃ কলকাতা।


৫২. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? 

উত্তরঃ মেছো বিড়াল।


৫৩. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? 

উত্তরঃ শ্বেত কণ্ঠ মাছরাঙা।


৫৪. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? 

উত্তরঃ শিউলি।


৫৫. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? 

উত্তরঃ ছাতিম।


৫৬. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? 

উত্তরঃ ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।


৫৭. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 

উত্তরঃ ২৩টি।


৫৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? উত্তরঃ বাংলাদেশ।


৫৯. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?

উত্তরঃ ভুটান।


৬০. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? উত্তরঃ ওড়িশা।


৬১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 

উত্তরঃ সান্দাকফু।


৬২. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? 

উত্তরঃ গঙ্গা।


৬৩. গন্ধেশ্বরী নদী কার উপনদী?

উত্তরঃ দ্বারকেশ্বর।


৬৪. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? উত্তরঃ মৌসুমী জলবায়ু।


৬৫. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? 

উত্তরঃ রানীগঞ্জে।


৬৬. বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়? 

উত্তরঃ অশ্বক্ষুরাকৃতি।


৬৭. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? 

উত্তরঃ পাট শিল্প।


৬৮. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে? 

উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলী।


৬৯. কলকাতায় কবে মেট্রোরেল চালু হয়? 

উত্তরঃ ১৯৮৪ সালে।


৭০. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? 

উত্তরঃ বিধান চন্দ্র রায়।


৭১. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? 

উত্তরঃ রায়ডাক।


৭২. দিল্লির প্রাচীন নাম কি ছিল? 

উত্তরঃ ইন্দ্রপ্রস্থ।


৭৩. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? 

উত্তরঃ ঋকবেদ।


৭৪. পবনদূত কাব্য গ্রন্থের রচয়িতা কে? 

উত্তরঃ ধোয়ী।


৭৫. সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয়? 

উত্তরঃ বুদ্ধদেব বসু।


৭৬. সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তরঃ ছয়টি।


৭৭. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর? 

উত্তরঃ তিনটি।


৭৮. কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? 

উত্তরঃ ১৯৭২ সালে।


৭৯. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়? 

উত্তরঃ ১৮৭৬ সালে।


৮০. এশিয়ার আলো কাকে বলা হয়? 

উত্তরঃ গৌতম বুদ্ধকে।


৮১. বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? 

উত্তরঃ পালি ভাষায়।


৮২. মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে? 

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।


৮৩. ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়? উত্তরঃ ১৯৪৯ সালে।


৮৪. ভারতকে 'নৃতত্বের জাদুঘর' কে বলেছেন? 

উত্তরঃ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।


৮৫. ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? উত্তরঃ কলকাতা হাইকোর্ট।


৮৬. কুচিপুরি নৃত্যশৈলীর উৎপত্তি কোথায় হয়? 

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।


৮৭. 'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা? 

উত্তরঃ লন্ডন।


৮৮. WHO কবে স্থাপিত হয়? 

উত্তরঃ ১৯৪৮ সালে।


৮৯. রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ গলফ।


৯০. ভার্গিস কুরিয়েন কোন বিপ্লবের সাথে যুক্ত? 

উত্তরঃ শ্বেত বিপ্লব।


৯১. কনজিউমার প্রাইস ইনডেক্স কে প্রকাশ করে? উত্তরঃ সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অফিস।


৯২. Algebra of Infinite Justice বইটি কে লিখেছেন? 

উত্তরঃ অরুন্ধতী রায়।


৯৩. হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাস কে কি বলে? 

উত্তরঃ অস্টিওপোরোসিস।


৯৪. ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 

উত্তরঃ আয়ারল্যান্ড।


৯৫. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতা কে ছিলেন?

 উত্তরঃ মাস্টারদা সূর্য সেন।


৯৬. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? 

উত্তরঃ মুহাম্মদ ঘুরী।


৯৭. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯০৬ সালে।


৯৮. শান্তিনিকেতন আশ্রম প্রথম কে প্রতিষ্ঠা করেন?

 উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।


৯৯. কে দ্বিতীয় আলেকজান্ডার নামে খ্যাত ছিলেন?

 উত্তরঃ আলাউদ্দিন খলজি।


১০০. টমেটোর লাল রঙ এর জন্য দায়ী? 

উত্তরঃ লাইকোপেন।


১০১. বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? 

উত্তরঃ ভ্যাটিকান সিটি।


১০২. ফিতাকৃমির মুখ্য পোষক কে? 

উত্তরঃ মানুষ।


১০৩. ফুসফুসীয় শিরায় কি ধরণের রক্ত প্রবাহিত হয়? 

উত্তরঃ বিশুদ্ধ রক্ত।


১০৪. রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে? 

উত্তরঃ মুখ্যসচিব।


১০৫. ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


১০৬. ঘাঘরার যুদ্ধে কে জয় লাভ করেন? 

উত্তরঃ বাবর।


১০৭. আমীর খসরু রচিত গ্রন্থটির নাম কী? 

উত্তরঃ তুঘলক নামা।


১০৮. পিত্তরস কোথায় উৎপন্ন হয়? 

উত্তরঃ যকৃত।


১০৯. ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তরঃ কার্ল মার্কস।


১১০. কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছেন? 

উত্তরঃ ভানু আথাইয়া।



১১১. দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। 

উত্তরঃ রেডিয়াম ও ইউরেনিয়াম।


১১২. মানুষের মস্তিষ্কের স্নায়ু সংখ্যা কত? 

উত্তরঃ বারো জোড়া।


১১৩. পক প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? 

উত্তরঃ ভারত ও শ্রীলঙ্কাকে।


১১৪. সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? 

উত্তরঃ ১৯৪১ সালে।


১১৫. কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন? 

উত্তরঃ মুহম্মদ শাহ।


১১৬. ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে? 

উত্তরঃ বিশ্বনাথন আনন্দ।


১১৭. প্রথম আলো কার লেখা? 

উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়।


১১৮. আরশোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? 

উত্তরঃ তেরোটি।


১১৯. ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন? 

উত্তরঃ রাষ্ট্রপতি।


১২০. শিলাদিত্য কার উপাধি ছিল? 

উত্তরঃ হর্ষবর্ধন।


১২১. দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? 

উত্তরঃ সুভাষচন্দ্র বসু।


১২২. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? 

উত্তরঃ উপরাষ্ট্রপতি।


১২৩. ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? 

উত্তরঃ সুপ্রিমকোর্ট।


১২৪. মানুষের বৈজ্ঞানিক নাম কি? 

উত্তরঃ হোমো সেপিয়েন্স।


১২৫. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল? 

উত্তরঃ ১৭৭০ সালে।


১২৬. তৃতীয় শিখ গুরুর নাম কি? 

উত্তরঃ অমর দাস।


১২৭. কোন হরমোনের অভাবে মধুমেয় রোগ হয়? 

উত্তরঃ ইনসুলিন।


১২৮. এপিকালচার কি? 

উত্তরঃ মৌমাছি চাষ।


১২৯. খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 

উত্তরঃ ১৫২৭ সালে।


১৩০. মনসবদারি প্রথা কে প্রচলন করেন? 

উত্তরঃ আকবর।


১৩১. প্রথম কবে লিফট চালু হয়? 

উত্তরঃ ১৭৪৩ সালে।


১৩২. তারিখ-ই-ফিরোজশাহী কার লেখা? 

উত্তরঃ জিয়াউদ্দিন বারনির।


১৩৩. কোন ফলের ত্বকে প্রস্তর কোষ দেখা যায়? 

উত্তরঃ পেয়ারা।


১৩৪. একক পর্দা কথাটির প্রবর্তক কে? 

উত্তরঃ রবার্টসন।


১৩৫. প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৯৫৫ সালে।


১৩৬. ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রথম কবে কার্যকর হয়? 

উত্তরঃ ১৯৮৬ সালে।


১৩৭. সারকারিয়া কমিশন কবে গঠিত হয়? 

উত্তরঃ ১৯৮৩ সালে।


১৩৮. ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? 

উত্তরঃ ভেম্বানাদ।


১৩৯. সাঁচী স্তূপ কোথায় অবস্থিত? 

উত্তরঃ ভোপাল।


১৪০. আইহোল প্রশস্তি কে রচনা করেন? 

উত্তরঃ রবিকীর্তি।


১৪১. গরবা কোন রাজ্যের লোকনৃত্য? 

উত্তরঃ গুজরাট।


১৪২. কে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন? 

উত্তরঃ রামমোহন রায়।


১৪৩. ভারতের প্রথম চুল্লির নাম কি? 

উত্তরঃ অপ্সরা।


১৪৪. মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? 

উত্তরঃ অসম।


১৪৫. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি? 

উত্তরঃ ঋকবেদ।


১৪৬. কুমিরের শ্বাস অঙ্গের নাম কি? 

উত্তরঃ ফুসফুস।


১৪৭. ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ? 

উত্তরঃ দুইটি।


১৪৮. কত সালে রাওলাট আইন পাশ হয়েছিল? 

উত্তরঃ ১৯১৯ সালে।


১৪৯. অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? 

উত্তরঃ সুপ্রারেনাল গ্রন্থি।


১৫০. অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 

উত্তরঃ ১৯২০ সালে।


১৫১. 'কিরাতার্জনীয়ম নামক' মহাকাব্য রচনা করেন কে? 

উত্তরঃ ভারবি


১৫২. পুলিশী ব্যবস্থার সংস্কার করেন কে?

উত্তরঃ কর্ণওয়ালিশ


১৫৩. ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন কে? 

উত্তরঃ শিশির কুমার ঘোষ


১৫৪. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?

উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য্য


১৫৫. নিষ্ক ও মনা কী?

উত্তরঃ বৈদিক যুগের মুদ্রা


১৫৬. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? 

উত্তরঃ অনন্ত বর্মন


১৫৭. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ বহুলুল লোদী


১৫৮. সৌরজগতে লাল গ্রহ' হিসাবে পরিচিত কোনটি? 

উত্তরঃ মঙ্গল গ্রহ


১৫৯. পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী? 

উত্তরঃ তিব্বত


১৬০. সুন্দরবন কত গুলি দ্বীপ নিয়ে গঠিত?

উত্তরঃ ১০২টি


১৬১. কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়?

উত্তরঃ আফ্রিকাকে


১৬২. কম্পিউটারের সবথেকে ক্ষুদ্রতম মেমোরীর একক কী?

উত্তরঃ বিট


১৬৩. যক্ষ্মা শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে?

উত্তরঃ ফুসফুস


১৬৪. মানব দেহে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?

উত্তরঃ প্লীহা


১৬৫. পরিব্রাজক গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ বিবেকানন্দ


১৬৬. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী?

উত্তরঃ পামীর


১৬৭. ফুজিয়ামা আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত?

উত্তরঃ জাপানে


১৬৮. নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কী?

উত্তরঃ কিউসেক


১৬৯. কোন বিভাগের রক্তে অ্যান্টিবডি থাকে না? 

উত্তরঃ AB 


১৭০. ইউগ্নিনার গমন অঙ্গের নাম কী?

উত্তরঃ ফ্লাজেলা


১৭১. ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়?

উত্তরঃ ১৮০০ সালে


১৭২. পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? 

উত্তরঃ থানেশ্বর


১৭৩. ভারতে প্রথম করা স্বর্ণ মুদ্রার প্রচলন করে? 

উত্তরঃ কুষাণরা


১৭৪. কোনারকের সূর্যমন্দির নির্মান করেন কে? 

উত্তরঃ প্রথম নরসিংহ বর্মন


১৭৫. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? 

উত্তরঃ অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ


১৭৬. পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির কোনটি? 

উত্তরঃ হাওয়াই দ্বীপের মৌনলোয়া


১৭৭. ভারতের গ্লাসগো কাকে বলা হয়? 

উত্তরঃ হাওড়াকে


১৭৮. রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে? 

উত্তরঃ হাড়ে


১৭৯. থাইরক্সিনের প্রধান উপাদান কী?

উত্তরঃ আয়োডিন


১৮০. পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোনটি?

উত্তরঃ কানাডার সাডবেরী


১৮১. মস্তিষ্কের আবরণীর নাম কী?

উত্তরঃ মেনিনজেস


১৮২. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে

ছিলেন?

উত্তরঃ রামপ্রসাদ বিসমিল


১৮৩. রাশিয়ায় বলশেভিক আন্দোলন কবে হয়?

উত্তরঃ ১৯১৭ সালে


১৮৪. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?

উত্তরঃ ফারুকশিয়ার


১৮৫. শকাব্দ প্রচলন করেন কে?

উত্তরঃ কণিষ্ক


১৮৬. ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি?

উত্তরঃ ১৮টি


১৮৭. শনির বৃহত্তম উপগ্রহের নাম কী? 

উত্তরঃ টাইটান


১৮৮. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? 

উত্তরঃ সুপিরিয়র


১৮৯. সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম?

উত্তরঃ B12


১৯০. টিকটিকির গমন পদ্ধতির নাম কী?

উত্তরঃ ক্রলিং


১৯১. শিলাদিত্য উপাধী নেন কোন রাজা?

উত্তরঃ হর্ষবর্ধন


১৯২. গুপ্তাব্দের প্রচলন হয় কত সাল থেকে?

উত্তরঃ ৩২০ সাল থেকে


১৯৩. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশী দিন অনশন করেন কে?

উত্তরঃ যতীন দাস


১৯৪. রাইটার্স বিল্ডিং অভিযান হয় কত সালে?

উত্তরঃ ১৯৩০ সালে


১৯৫. পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর তৈরী হয়েছে?

উত্তরঃ দামোদর


১৯৬. পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?

উত্তরঃ প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে


১৯৭. কোন জাতীয় সড়কটি কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে?

উত্তরঃ ২ নং জাতীয় সড়ক


১৯৮. প্রাণীদেহে হিমোগ্লোবিনের পরিমান কমে গেলে কোন রোগ হয়?

উত্তরঃ অ্যানিমিয়া


১৯৯. গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় দেখা যায়?

উত্তরঃ পাকস্থলীতে


২০০. কোন বিভাগের রক্তে অ্যান্টিজেন থাকে না 

উত্তরঃ '0'


২০১. কালিদাস কার সভাকবি ছিলেন?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের


২০২. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ শিমুক


২০৩. গান্ধী-আরউইন চুক্তির অপর নাম কী?

উত্তরঃ দিল্লি চুক্তি


২০৪. মাষ্টার দা নামে পরিচিত ছিলেন কে? 

উত্তরঃ সূর্য সেন


২০৫. কচ্ছ শব্দের অর্থ কী?

উত্তরঃ লবনাক্ত জলাভূমি


২০৬. প্রাচ্যের ম্যাঞ্চেস্টার বলা হয় কাকে?

উত্তরঃ জাপানের ওসাকাকে


২০৭. বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তরঃ স্টিভেনসন স্ক্রিন


২০৮. মানুষের মেরুদন্ডে কত গুলি অস্থি আছে?

উত্তরঃ ৩৩টি


২০৯. মাছের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে? 

উত্তরঃ ২টি


২১০. পতঙ্গভুক একটি উদ্ভিদের নাম কী?

উত্তরঃ কলসপত্রী


২১১. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?

উত্তরঃ লর্ড ডাফরিন


২১২. কোন বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন?

উত্তরঃ অশ্বত্থ


২১৩. ভারত সভা স্থাপিত হয় কত সালে?

উত্তরঃ ১৮৭৬ সালে


২১৪. বিক্রমশীল উপাধী পান কোন রাজা?

উত্তরঃ ধর্মপাল


২১৫. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?

উত্তরঃ নর্মদা


২১৬. দক্ষিন-পূর্ব রেলপথের সদরদপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ কলকাতা


২১৭. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?

উত্তরঃ হাইগ্রোমিটার


২১৮. সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম কী?

উত্তরঃ রোডসেউডোমোনাস


২১৯. শামুকের গমনাঙ্গের নাম কী?

উত্তরঃ মাংসল পদ


২২০. কোন গাছ থেকে অ্যাট্রপিন উপক্ষার পাওয়া যায় ? উত্তরঃ বেলেডোনা


২২১. অতীশ দীপঙ্কর কোন ধর্মের পন্ডিত ছিলেন?

উঃ বৌদ্ধ


২২২. সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৭৮২


২২৩. আলিপুর বোমারমামলায় প্রধান আসামী কে ছিলেন?

উত্তরঃ অরবিন্দ ঘোষ


২২৪. প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা W কে?

উত্তরঃ হর্ষবর্ধন


২২৫. আন্তর্জাতিক তারিখ রেখার মান কত?

উত্তরঃ ১৮০০


২২৬. সোনার শহর কাকে বলা হয়? 

উত্তরঃ জোহানেসবার্গকে


২২৭. ভারতের প্রথম চটকল কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ হুগলির রিষড়ায়


২২৮. একটি উপকারী ভাইরাসের নাম কী?

উত্তরঃ ব্যাকটেরিওফাজ


২২৯. দুধ থেকে দই তৈরীতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে?

উত্তরঃ ল্যাকটোব্যাসিলাস


২৩০. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?

উত্তরঃ ত্বক


২৩১. কবীরের গানকে কী বলে?

উত্তরঃ দোঁহা


২৩২. মুঘলদের সময় সরকারী ভাষা কী ছিল?

উত্তরঃ ফার্সি


২৩৩. জামা মসজিদ নির্মান করেন কে?

উত্তরঃ শাহজাহান


২৩৪. আমেরিকা মহাদেশকে নিউওয়ার্ল্ড বলে অভিহিত

করেন কে?

উত্তরঃ আমেরিগো ভেসপুচি


২৩৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়?

উত্তরঃ পাললিক শিলায়


২৩৬. জওহর রোজগার যোজনা কবে চালু হয়?

উত্তরঃ ১৯৮৯ সালের ১লা এপ্রিল


২৩৭. ইউক্যালিপ্টাসের দেশ কাকে বলা হয়?

উত্তরঃ অস্ট্রেলিয়াকে


২৩৮. কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহীতা বলে?

উত্তরঃ AB+ গ্রুপ


২৩৯. মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয় ?

উত্তরঃ গলা ও গাল


২৪০. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন?

উত্তরঃ অক্সিন


২৪১. মাউন্ট এভারেস্টের আগেকার নাম কী ছিল?

উত্তরঃ পিক-১৫


২৪২. WTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ জেনেভায়


২৪৩. সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহের নাম কী?

উত্তরঃ শুক্র


২৪৪. শিলা গঠিত মরুভুমিকে কী বলা হয়? 

উত্তরঃ হামাদা


২৪৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন ভিটামিন সাহায্য করে?

উত্তরঃ ভিটামিন-C


২৪৬. জীবদেহে রাসায়নিক সমন্বয়সাধনকারী হিসাবে কাজ করে কোনটি?

উত্তরঃ হরমোন


২৪৭. যৌন জননের একক কী?

উত্তরঃ গ্যামেট


২৪৮. গান্ধার শিল্প কোন যুগের নিদর্শন ? 

উত্তরঃ কুষাণ যুগ


২৪৯. সগৌলির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ১৮১৬ সালে



নবীনতর পূর্বতন