𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৩ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৩ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- কেন্দ্রীয় সরকারের ই - মার্কেট প্লেসের নতুন CEO কে হলেন - L Satya Srinivas।
- সম্প্রতি কোন রাজ্যে, কাইমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কে টাইগার রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হল - বিহার।
- 'LARA: The England Chronicles' প্রকাশিত নতুন বইটি কোন ক্রিকেটারের জীবনী সম্পর্কিত - ব্রায়ান লারা।
- ক্লিন এনার্জি বিষয়ে ইন্টারন্যাশনাল এনার্জি ক্লিন সংস্থা ভারতের কোন আইআইটি কলেজের সাথে যুক্ত হয়েছে - IIT Delhi।
আরও পড়ুনঃ ১২ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি Indian Institute of Skills (IIS) কোথায় উদ্বোধন হলো - মুম্বাই।
- World Arthritis Day 2024 পালিত হয় কবে - ১২ অক্টোবর।
- St vincent and the grenadines দেশের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত কে হলেন - সুভাষ প্রসাদ গুপ্তা।