WhatsApp Join Whatsapp Group
Telegram Join Telegram Group
২৫ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

২৫ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২৫ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৫ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২৫ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • সম্প্রতি, ভারতের কোন অঞ্চলে তেনকানা নামে জাম্পিং মাকড়সার একটি নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে - দক্ষিণ ভারত।


  • Global anti racism championship award 2024 পেল কে - নেপালের উর্মিলা চৌধুরী।


  • রানী রামপাল সম্প্রতি অবসর নিয়েছেন, তিনি কোন খেলায় ভারতের অধিনায়কত্ব করেছিলেন - হকি।


  • সম্প্রতি কে জেপি মরগান চেজ ইন্ডিয়ার সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন- প্রণব চাভদা।


আরও পড়ুনঃ ২৪ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • প্রতি বছর কখন জাতিসংঘ দিবস পালিত হয়- 24 অক্টোবর।


  • সম্প্রতি কে গ্লোবাল অ্যান্টি-রেসিজম চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হয়েছেন- উর্মিলা চৌধুরী।


  • লিডারশিপ সামিট 2024 কে হোস্ট করেছে- IIT গুয়াহাটি।


  • তেলেঙ্গানার মুসি নদীর পুনরুজ্জীবনের মডেল হিসাবে দক্ষিণ কোরিয়ার কোন নদী প্রকল্পটি ব্যবহার করা হচ্ছে- Han River।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ