𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৮ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৮ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- ২০২৬ কমনওয়েলথ গেমস থেকে কোন খেলা গুলিকে বাদ দেওয়া হয়েছে- হকি, ব্যাডমিন্টন ও কুস্তি।
- পাকিস্তানের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন কে - ইয়াহা আফ্রিদি।
- United Nation এর বায়োডাইভারসিটি conference of parties ( COP 16) 2024 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে - কলম্বিয়া।
- সম্প্রতি কোন দেশ টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি স্কোর করার রেকর্ড করল - জিম্বাবয়ে (৩৪৪)।
আরও পড়ুনঃ ২৭ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- International Animation Day পালিত হয় কবে - ২৮ অক্টোবর।
- First International Esports Championship in 2025 আয়োজন করছে কোন দেশ - ভারত।
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ৬৯তম সদস্য দেশ হিসেবে যুক্ত হল কোন দেশ - ইজরায়েল।
- সম্প্রতি হ্যারিকেন ঝড় ' অস্কার' কোন দেশে দেখা গেছে - বাহমাস।