𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৩১ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৩১ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা TOI - 665 1b এটি কি সম্পর্কিত - এটি নতুন আবিষ্কৃত একটি গ্রহ, যেটি পৃথিবী থেকে পাঁচ গুণ বড়।
- AFI লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার 2025 পেলেন কে - কিংবদন্তি পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'সঞ্জীবনী' কি সম্পর্কিত - ভারতের প্রথম হেলি অ্যাম্বুলেন্স, যেটি লঞ্চ করল কেন্দ্র সরকার।
- সম্প্রতি কোন দেশ ১৪ বছরের নিচে শিশুদের ফ্রি ক্যান্সার ট্রিটমেন্ট করবে - নেপাল।
আরও পড়ুনঃ ৩০ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- কোন মহিলা ফুটবলার 2024 সালে মহিলা ব্যালন ডি'অর পুরস্কার জিতেছিলেন - আইতানা বনমতি।
- একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা মহিলা ক্রিকেটার কে - স্মৃতি মান্ধানা।
- সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে - অশোক চন্দ্র।
- পরিকাঠামো, রেলপথ, শুল্ক বিষয়ে সহযোগিতার জন্য সম্প্রতি কোন দেশের সাথে MoU স্বাক্ষর করল ভারত - স্পেন।