𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৫ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৫ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- Indian Oil এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন - Arvindar Singh Sahaney
- Professional Golf Tour Of India এর নতুন CEO কে হলেন - Amandeep Johl
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান পেলেন - ডমিনিকান রিপাবলিক
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'অন্তরীক্ষা অভিযান - 2024' এটি কি - ভারতের ডিফেন্স স্পেস এজেন্সি দ্বারা প্রথম পরিষেবা মহাকাশ অনুশীলন
আরও পড়ুনঃ ১৪ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- বিশ্বের প্রথম উচ্চ-উচ্চতা প্যারা স্পোর্টস সেন্টার কোথায় স্থাপিত হবে - লেহ
- ভারতীয় নৌবাহিনী দ্বারা 'প্যান-ইন্ডিয়া' উপকূলীয় প্রতিরক্ষা মহড়া 'সি ভিজিল-24' কোথায় আয়োজিত হচ্ছে - মুম্বাই
- সুখনা লেক, যা সম্প্রতি খবরে ছিল, কোন শহরে অবস্থিত - চণ্ডীগড়
- জাতীয় আইনী পরিষেবা কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে - বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই
- কোন শহরে 18 তম প্রবাসী ভারতীয় দিবস (PBD) সম্মেলন অনুষ্ঠিত হবে - ভুবনেশ্বর, ওড়িশা