২৯ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২৯ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৯ নভেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



২৯ নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন : সম্প্রতি ব্রহ্মোস অ্যারোস্পেসের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর : ডঃ জয়তীর্থ রাঘবেন্দ্র জোশী।


প্রশ্ন : ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ফুয়েল স্টেশন কোথায় উদ্বোধন করা হয়েছিল?

উত্তর : লেহ।


প্রশ্ন : নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স 2024-এ ভারতের স্থান কত?

উত্তর : 49তম।


প্রশ্ন : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের জন্য বিশেষ দূত হিসেবে কাকে মনোনীত করেছেন?

উত্তর : কিথ কেলোগ।


আরও পড়ুনঃ ২৮ নভেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন : সম্প্রতি, কোন মন্ত্রকের অধীনে ই-ফাইলিং পোর্টাল চালু করা হয়েছে?

উত্তর : ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রক।


প্রশ্ন : কোন দেশের সাথে ভারত সম্প্রতি দ্বিপাক্ষিক মহড়া অগ্নিওয়ারিয়র 2024 শুরু করেছে?

উত্তর : সিঙ্গাপুর।


প্রশ্ন : কোথায় ভারতীয় কোস্ট গার্ডের ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সারসাইজ অ্যান্ড ওয়ার্কশপ (SAREX-24) আয়োজিত হচ্ছে?

উত্তর : কোচি, কেরালা।


নবীনতর পূর্বতন