১০ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১০ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১০ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



১০ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: আঙ্গামি উপজাতি প্রধানত কোন রাজ্যে পাওয়া যায়? 

উত্তর: নাগাল্যান্ড


প্রশ্ন: লিটল গল বার্ড, যা সম্প্রতি দিল্লি-এনসিআর-এ দেখা গেছে, কোন অঞ্চলের স্থানীয়?

উত্তর: ইউরেশিয়া


প্রশ্ন: Crossword Books Award 2024 কে পেলেন? 

উত্তর: Lt Gen KJS Dhillon


প্রশ্ন: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন গভর্নর কে হলেন?

উত্তর: সঞ্জয় মালহোত্র


আরও পড়ুনঃ ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি প্রধানমন্ত্রী Bima Sakhi Yojana লঞ্চ করল কোন রাজ্যে?

উত্তর: হরিয়ানা


প্রশ্ন: মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদে কে নিযুক্ত হলেন?

উত্তর: Rahul Narwekar


প্রশ্ন: নারকোটিক ড্রাগস (CND) কমিশনের 68তম অধিবেশনের সভাপতির জন্য কোন দেশকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর: ভারত


প্রশ্ন: মুল্লাপেরিয়ার বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: কেরল


নবীনতর পূর্বতন