১৪ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১৪ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৪ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



১৪ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  •  22nd Divya Kala Mela কোথায় অনুষ্ঠিত হবে - নতুন দিল্লি


  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলার সম্পত্তির অধিকারী হলেন কে - ইলন মাস্ক


  • সম্প্রতি ঘোষণা হল Bharat Antariksha Station লঞ্চ হবে 2035 সালের মধ্যে


  • মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করল কোন রাজ্য সরকার - দিল্লি


আরও পড়ুনঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে - হিমাচল প্রদেশ


  • কোন মন্ত্রক ইন্ডিয়া মেরিটাইম হেরিটেজ কনক্লেভ 2024 (IMHC 2024) আয়োজন করেছিল - বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়


  • যুব সহকার প্রকল্প কোন সংস্থা দ্বারা বাস্তবায়িত হয়েছে - ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন


  • কোন সংস্থা উইলো নামে একটি কোয়ান্টাম কম্পিউটিং চিপ চালু করেছে - গুগল


নবীনতর পূর্বতন