𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৬ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৬ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি নতুন দিল্লিতে ভারত ও কোন দেশের মধ্যে 9th Defense Dialogue অনুষ্ঠিত হলো?
উত্তর: থাইল্যান্ড।
প্রশ্ন: ইয়েস ব্যাংকের নতুন এক্সিকিউটিভ দিরেক্টর কে নিযুক্ত হলেন?
উত্তর: Manish Jain
প্রশ্ন: সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর: অশ্বিনী ভিড়ে।
আরও পড়ুনঃ ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: UNESCO Heritage conservation award 2024 পেল কোন দেশের প্রজেক্ট?
উত্তর: ভারত।
প্রশ্ন: ভারতের ডাবল'স ব্যাডমিন্টন কোচ কে হলেন?
উত্তর: Tam Kin Her
প্রশ্ন: সম্প্রতি মহম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি কোন দেশের ক্রিকেটার?
উত্তর: পাকিস্তান।
প্রশ্ন: 10th World Ayurveda Congress and Arogya Expo 2024 কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: দেরাদুন।
প্রশ্ন: FICCI Handloom Exhibition কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: দুবাই।