𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৯ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৯ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: ৩৫ ন্যাশনাল গেমসের ম্যাসকট এর নাম কি?
উত্তর: মৌলী
প্রশ্ন: 10th International Forest Fair 2024 কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: মধ্যপ্রদেশ (ভোপাল)
প্রশ্ন: সম্প্রতি New Credit Guarantee Scheme (CGS) লঞ্চ করল কোন মন্ত্রণালয়?
উত্তর: Union Food and Consumer Affairs
প্রশ্ন: সম্প্রতি কোন সরকার সঞ্জীবনী যোজনা লঞ্চ করল?
উত্তর: দিল্লি
আরও পড়ুনঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: ফিফার বর্ষসেরা খেলোয়াড় ২০২৪ (পুরুষ) খেতাব কে পেলেন?
উত্তর: ভিনিসিয়াস জুনিয়র
প্রশ্ন: ফিফার বর্ষসেরা খেলোয়াড় ২০২৪ (মহিলা) খেতাব কে পেলেন?
উত্তর: আইতানা বনমতি
প্রশ্ন: বিশ্বে স্মার্ট ফোন রপ্তানি কারক দেশ হিসেবে ভারত কত নম্বরে উঠে এসেছে?
উত্তর: তৃতীয়
প্রশ্ন: কীটনাশকের বিরূপ প্রভাব থেকে কৃষকদের রক্ষা করতে ভারতের প্রথম অ্যান্টি-পেস্টিসাইড বডিস্যুট তৈরি করেছে কারা?
উত্তর: BRIC-inStem
প্রশ্ন: International Migrants Day কবে পালিত হয়?
উত্তর: ১৮ ডিসেম্বর