২২ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২২ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২২ ডিসেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



২২ ডিসেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি চীনের কোন দুজন অ্যাস্ট্রোনট ৯ ঘন্টা স্পেস ওয়াক করে নতুন রেকর্ড করল

উত্তর: Cai Xuzhe ও Song Lingdong।


প্রশ্ন: সম্প্রতি প্রয়াত হলেন মিনা গনেশ তিনি কোন ভাষার বিখ্যাত অভিনেতা ছিলেন 

উত্তর: মালায়ালাম।


প্রশ্ন: The World Tennis League 2024 কোথায় অনুষ্ঠিত হবে 

উত্তর: আবুধাবি।


প্রশ্ন: মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড করলো ভারতের ক্রিকেটার রিচা ঘোষ কোন দেশের বিরুদ্ধে 

উত্তর: ওয়েস্ট ইন্ডিজ।


আরও পড়ুনঃ ২১ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সারা বিশ্ব মার্কেটে ফার্মা সেক্টরে ভারত কত নম্বরে উঠে এলো 

উত্তর: তৃতীয়।


প্রশ্ন: উত্তর প্রদেশ রাজ্যের ২০২৪ সালের থেকে বেশি ট্যুরিজম কেন্দ্র কোনটি হল 

উত্তর: অযোধ্যা।


প্রশ্ন: ২০২৫ প্যারা অ্যাথালিটস বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে 

উত্তর: নতুন দিল্লি।


প্রশ্ন: নতুন দিল্লিতে বিশ্বের সবথেকে বড় মিউজিয়াম Yuga Yugeen Bharat National Museum তৈরি করতে ভারত কোন দেশের সাথে চুক্তি করল 

উত্তর: ফ্রান্স।


প্রশ্ন: Miss India USA 2024 খেতাব জিতল কে 

উত্তর: ক্যাটালিন সান্দ্রা নীল।


নবীনতর পূর্বতন