𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১ জানুয়ারি ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Norovirus কোন দেশে দেখা গেছে
উত্তর: আমেরিকা।
প্রশ্ন: ভারতের তৈরি প্রথম surgical robot লঞ্চ করলে কোন রাজ্য
উত্তর: মহারাষ্ট্র।
প্রশ্ন: DBS ব্যাংক এর নতুন CEO পদে কে নিযুক্ত হলেন
উত্তর: Rajat Verma।
প্রশ্ন: কোন রাজ্য সরকার ভাষার প্রতিবন্ধকতা দূর করতে "SWAR" প্ল্যাটফর্ম চালু করেছে
উত্তর: গুজরাট।
আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন কে
উত্তর: কাম্য কার্তিকেয়ন।
প্রশ্ন: দিলীপ শঙ্কর, যিনি সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন পেশার জন্য পরিচিত ছিলেন
উত্তর: অভিনেতা।
প্রশ্ন: World Audio Visual Entertainment Summit (WAVES) 2025 আয়োজন করবে কোন দেশ
উত্তর: ভারত।
প্রশ্ন: King Cup International Badminton Open প্রতিযোগিতায় লক্ষ্য সেন কি পদক জিতল
উত্তর: রূপো।
প্রশ্ন: Stellaria bengalensis নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কার হল কোন রাজ্যে
উত্তর: পশ্চিমবঙ্গে।