১২ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১২ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১২ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



১২ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি কোন IIT এশিয়ার বৃহত্তম অগভীর তরঙ্গ বেসিন উন্মোচন করেছে

উত্তর: আইআইটি মাদ্রাজ


প্রশ্ন: সম্প্রতি কোন দেশে মাউন্ট ইবু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে 

উত্তর: ইন্দোনেশিয়া


প্রশ্ন: কোন রাজ্য এআই-চালিত কৃষি নেটওয়ার্ক চালু করতে Google ক্লাউডের সাথে সহযোগিতা করেছে

উত্তর: উত্তরপ্রদেশ


প্রশ্ন: কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সিন্ধু লিপির পাঠোদ্ধার করার জন্য 1 মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন

উত্তর: তামিলনাড়ু


আরও পড়ুনঃ ১১ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: BHEL কোন দেশে একটি নতুন জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে 

উত্তর: ভুটান


প্রশ্ন: বিশ্ব তেলেগু সম্মেলন 2025 সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে 

উত্তর: রাজা মহেন্দ্রভরম


প্রশ্ন: কোন দেশ ভারতীয় ভ্রমণকারীদের জন্য ই-ভিসা ব্যবস্থা চালু করেছে 

উত্তর: ইসরাইল


প্রশ্ন: Bima Sakhi Yojana লঞ্চ করল কোন রাজ্য সরকার 

উত্তর: গোয়া


নবীনতর পূর্বতন