১৪ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১৪ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৪ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



১৪ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: 2026 সালে কমনওয়েলথ স্পিকারদের সম্মেলনের আয়োজন করবে 

উত্তর: ভারত


প্রশ্ন: Boda Tyohar উৎসব পালিত হয় 

উত্তর: অরুণাচল প্রদেশ


প্রশ্ন: Artificial Intelligence (AI) Action Summit 2025 অনুষ্ঠিত হবে 

উত্তর: ফ্রান্স


প্রশ্ন: Republic Day 2025 এর চিফ গেস্ট 

উত্তর: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি Prabowo Subianto


আরও পড়ুনঃ ১৩ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন 

উত্তর: নিকোলাস মাদুরো


প্রশ্ন: কোন দেশে প্রথম হিন্দি সার্টিফিকেট কোর্স চালু হয়েছে 

উত্তর: শ্রীলঙ্কা


প্রশ্ন: দক্ষিণ ভারতের প্রথম সংক্রামক রোগ গবেষণা ও রোগ নির্ণয় পরীক্ষাগার স্থাপিত হবে 

উত্তর: বেঙ্গালুরু


প্রশ্ন: কোন রাজ্যের পুলিশ 'ফিডব্যাক সিস্টেম' শুরু করেছে 

উত্তর: তেলেঙ্গানা


প্রশ্ন: বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি কোন দেশে সম্পাদিত হয়েছে 

উত্তর: ভারত


নবীনতর পূর্বতন