𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২২ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২২ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি চীন কোন উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?
উত্তর: জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে
প্রশ্ন: সম্প্রতি 'দ্য ওয়ার্ল্ড আফটার গাজা' শিরোনামের নতুন বই কে প্রকাশ করেছেন?
উত্তর: পঙ্কজ মিশ্রা
প্রশ্ন: উত্তরাখণ্ড সরকার সম্প্রতি কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর: আইসল্যান্ড
প্রশ্ন: সম্প্রতি AngleOne-এর গ্রুপ সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর: অম্বরীশ কেঙ্গে
আরও পড়ুনঃ ২১ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি কোন দেশের দল প্রথম খো-খো বিশ্বকাপ জিতেছে?
উত্তর: ইন্ডিয়া
প্রশ্ন: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এ ভারতের প্রতিনিধিত্ব করবে কে?
উত্তর: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
প্রশ্ন: সম্প্রতি কোন জায়গা থেকে 'VIRGIN COCONUT OIL' GI ট্যাগ পেয়েছে?
উত্তর: নিকোবর ডিস্ট্রিক্ট
প্রশ্ন: সম্প্রতি মহাকাশে উদ্ভিদের বৃদ্ধি অধ্যয়নের জন্য কোন সংস্থা CROPS পরীক্ষা পরিচালনা করেছে?
উত্তর: ইসরো
প্রশ্ন: সম্প্রতি কোন দেশ টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছে?
উত্তর: ইউএস
প্রশ্ন: সম্প্রতি সোলার মোবাইল ভ্যান ট্রেনিং ইউনিট কোন শহরে চালু হয়েছে?
উত্তর: নিউ দিল্লি