২৪ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২৪ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৪ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২৪ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোন রাজ্যে আয়োজিত হয়েছিল?

উত্তর: অন্ধ্রপ্রদেশ


প্রশ্ন: Institute of Company Secretaries of India (ICSI) নতুন প্রেসিডেন্ট কে হলেন?

উত্তর: Dhananjay Shukla


প্রশ্ন: ৭৬ তম প্রজাতন্ত্র দিবস এর থিম কি?

উত্তর: Swarnim Bharat – Virasat Aur Vikas


প্রশ্ন: মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস কোন তারিখে পালিত হয়?

উত্তর: ২১ জানুয়ারি


আরও পড়ুনঃ ২৩ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: আমেরিকা সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা থেকে আলাদা হয়েছে?

উত্তর: WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)


প্রশ্ন: কোন দেশ বিশ্বের সপ্তম বৃহত্তম কফি উৎপাদনকারী হয়েছে?

উত্তর: ভারত


প্রশ্ন: সম্প্রতি ব্রিকসে অংশীদার দেশ হিসেবে যোগদান করেছে কোন দেশ?

উত্তর: নাইজেরিয়া


প্রশ্ন: বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন?

উত্তর: বিচারপতি অলোক আরাধে


প্রশ্ন: ইন্ডিয়া ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এ কে মহিলা একক শিরোপা জিতেছে?

উত্তর: আন সে ইয়ং


প্রশ্ন: আমেরিকার পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর: মার্কো রুবিও


নবীনতর পূর্বতন