𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৬ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২৬ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: 1st International Pashmina Festival আয়োজন করছে কোন দেশ
উত্তর: নেপাল।
প্রশ্ন: Samman Sanjeevani অ্যাপ লঞ্চ করল কোন রাজ্য সরকার
উত্তর: হরিয়ানা।
প্রশ্ন: খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 কোথায় আয়োজিত হচ্ছে
উত্তর: লাদাখ।
প্রশ্ন: সম্প্রতি RBI কাকে ক্রস-বর্ডার পেমেন্ট এগ্রিগেটর হিসেবে স্বীকৃতি দিয়েছে
উত্তর: Skydo।
আরও পড়ুনঃ ২৫ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন
উত্তর: আমেরিকা।
প্রশ্ন: কোন সংস্থা রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তে অপারেশন "Sard Hawa" শুরু করেছিল
উত্তর: বিএসএফ।
প্রশ্ন: সম্প্রতি বিশ্ব জাম্পিং চ্যালেঞ্জে কে দ্বিতীয় স্থান অর্জন করেছে
উত্তর: জয় সবরওয়াল।
প্রশ্ন: সম্প্রতি কোন দেশ তার প্রথম মানব সাবমেরিন "আন্ডারওয়াটার সাবমারসিবল" চালু করবে
উত্তর: ভারত।
প্রশ্ন: সম্প্রতি 'অস্ট্রেলিয়ার হল অফ ফেম'-এ কোন প্রাক্তন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে
উত্তর: মাইকেল ক্লার্ক।