৮ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৮ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৮ জানুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।



৮ জানুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি কোন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ভারত সফর করেছেন?

উত্তর: আমেরিকা।


প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য সরকার সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীকে মহিলা শিক্ষক দিবস হিসেবে পালন করেছে?

উত্তর: তেলেঙ্গানা।


প্রশ্ন: Global Power City Index 2024 তালিকায় প্রথম স্থান পেল কোন শহর?

উত্তর: দুবাই।


প্রশ্ন: Lakshya Cup 10m Air Rifle প্রতিযোগিতায় সোনা জিতল কে?

উত্তর: ভারতের করুন যাদব।


আরও পড়ুনঃ ৭ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: Shahid Madho Singh Haath Kharcha Scheme কোন রাজ্য সরকার লঞ্চ করল?

উত্তর: ওড়িশা।


প্রশ্ন: সম্প্রতি কে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হয়েছেন?

উত্তর: মাইক জনসন।


প্রশ্ন: ভারত সম্প্রতি ডিটেনশন এক্সচেঞ্জ পদ্ধতির অধীনে কোন দেশের 90 জন জেলেকে মুক্তি দিয়েছে?

উত্তর: বাংলাদেশ।


প্রশ্ন: সম্প্রতি কোন ব্যাঙ্ক 'হর ঘর লখপতি যোজনা' চালু করবে?

উত্তর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


নবীনতর পূর্বতন