𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১ ফেব্রুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি কে সম্মানজনক মহারাজা হরি সিং পুরস্কারে ভূষিত হয়েছেন
উত্তর: মনোজ সিনহা
প্রশ্ন: সম্প্রতি কোন শহরে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর লোগো চালু করা হয়েছে
উত্তর: চেন্নাই
প্রশ্ন: সম্প্রতি WHO দ্বারা কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে
উত্তর: জর্জিয়া
প্রশ্ন: 2025 সালের 76তম প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্য সেরা মূকনাট্য পুরস্কার জিতেছে
উত্তর: উত্তর প্রদেশ
আরও পড়ুনঃ ৩১ জানুয়ারী, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি 'ভারতীয় সংবাদপত্র দিবস' পালিত হয়েছে কোন তারিখে
উত্তর: 29 জানুয়ারী
প্রশ্ন: সম্প্রতি এইচএসবিসি হুরুন গ্লোবাল ইন্ডিয়ান লিস্ট 2024-এর শীর্ষে কে
উত্তর: সত্য নাদেলা
প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যে দেশের প্রথম 'জৈব মৎস্য কেন্দ্র' চালু হয়েছে
উত্তর: সিকিম
প্রশ্ন: সম্প্রতি কোন দেশ সমুদ্রপৃষ্ঠে উচ্চ-উচ্চতার বিমান সনাক্ত করার জন্য রাডার তৈরি করেছে
উত্তর: চীন
প্রশ্ন: আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন কোন শহরটি রাজ্যের দ্বিতীয় রাজধানী
উত্তর: ডিব্রুগড়
প্রশ্ন: সম্প্রতি আন্তর্জাতিক সরস্বতী মহোৎসবের আয়োজন করা হয়েছে কোন রাজ্যে
উত্তর: হরিয়ানা