২১ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২১ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২১ ফেব্রুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২১ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: ভারতের প্রথম উল্লম্ব দ্বিমুখী সৌরবিদ্যুৎ কেন্দ্রটি সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে 

উত্তর: নয়াদিল্লি


প্রশ্ন: ফিউচার ব্র্যান্ড ইনডেক্সের সাম্প্রতিক বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে কোন কোম্পানি শীর্ষে রয়েছে 

উত্তর: স্যামসাং


প্রশ্ন: সম্প্রতি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কাকে ঘোষণা করা হয়েছে 

উত্তর: রেখা গুপ্তা


প্রশ্ন: বিবিসি কর্তৃক ২০২৪ সালের 'ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার' কাকে মনোনীত করা হয়েছে 

উত্তর: মনু ভাকের


আরও পড়ুনঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: ভারতের প্রথম GCC (গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার) নীতি কোন রাজ্য প্রকাশ করেছে 

উত্তর: মধ্যপ্রদেশ


প্রশ্ন: ২০২৫ সালের ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরষ্কারে কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে 

উত্তর: কনক্লেভ


প্রশ্ন: ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সমন্বয় সংক্রান্ত সম্মেলন সম্প্রতি কোথায় শুরু হয়েছে 

উত্তর: নয়াদিল্লি


প্রশ্ন: ২৩তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে 

উত্তর: চেন্নাই


নবীনতর পূর্বতন