২৩ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২৩ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২৩ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: কোন রাজ্য সম্প্রতি ২০শে ফেব্রুয়ারি তাদের ৩৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে 

উত্তর: অরুণাচল প্রদেশ


প্রশ্ন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন দেশের স্বাধীনতা দিবসে সম্মানীয় গেস্ট হিসেবে গিয়েছেন 

উত্তর: মরিশাস


প্রশ্ন: International Art Exhibition কোথায় অনুষ্ঠিত হচ্ছে 

উত্তর: হায়দ্রাবাদ


প্রশ্ন: Memory League World Championship 2025 জিতল কে 

উত্তর: ভারতের বিশ্ব রাজা কুমার


আরও পড়ুনঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি এসবিআই কার্ডসের এমডি এবং সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন 

উত্তর: সলিলা পান্ডে


প্রশ্ন: বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস কোন তারিখে পালিত হয় 

উত্তর: ২০ ফেব্রুয়ারি


প্রশ্ন: কোন দেশ সম্প্রতি OPEC+ এ যোগ দিয়েছে 

উত্তর: ব্রাজিল


প্রশ্ন: কোন সংস্থা সম্প্রতি OMO (ওয়ান ম্যান অফিস) অনলাইন পরিষেবা শুরু করেছে 

উত্তর: LIC


প্রশ্ন: লিথিয়াম অনুসন্ধান এবং খনির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে 

উত্তর: আর্জেন্টিনা


প্রশ্ন: সম্প্রতি ভারতের হয়ে দ্রুততম ২০০ উইকেট নেওয়া বোলার কে 

উত্তর: মোহাম্মদ শামি


নবীনতর পূর্বতন