২৬ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২৬ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২৬ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি কোন আইআইটি এশিয়ার প্রথম বিশ্বব্যাপী হাইপারলুপ প্রতিযোগিতার আয়োজন করেছে? 

উত্তর: আইআইটি মাদ্রাজ


প্রশ্ন: সামুদ্রিক হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যবস্থা পরীক্ষা করার জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দুই দিনের যে উপকূলীয় নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে, তার নাম কি? 

উত্তর: সাগর কবচ


প্রশ্ন: CEO of the Year Award ২০২৫ কে পেলেন?

উত্তর: Sameer Kanodia


প্রশ্ন: গ্লোবাল ব্রেস্ট ক্যান্সার ২০২৫ এ প্রথম কোন দেশ?

উত্তর: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড


আরও পড়ুনঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি কোন দেশে মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে? 

উত্তর: ইন্দোনেশিয়া


প্রশ্ন: সম্প্রতি কোন দেশে HKU 5 – CoV 2 নামে একটি নতুন বাদুড়ের করোনাভাইরাস আবিষ্কৃত হয়েছে? 

উত্তর: চীন


প্রশ্ন: ২০২৭ সালের মধ্যে ভারতের বিদ্যুতের চাহিদা কত শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে? 

উত্তর: ৬.৩%


প্রশ্ন: সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (STPI) সম্প্রতি কোন শহরে একটি নতুন আইটি ইনকিউবেশন সুবিধা চালু করেছে? 

উত্তর: কলকাতা

নবীনতর পূর্বতন