৫ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৫ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৫ ফেব্রুয়ারি ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


৫ ফেব্রুয়ারি ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: কোন দেশের দল ২০২৫ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল 

উত্তর: ভারত


প্রশ্ন: Ekuverin military exercise 2025 ভারতে কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে 

উত্তর: মালদ্বীপ


প্রশ্ন: ওয়ার্ল্ড ক্যান্সার ডে ২০২৫ কবে পালিত হলো 

উত্তর: ৪ ফেব্রুয়ারি


প্রশ্ন: বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী কে হলেন 

উত্তর: Bart De Wever


প্রশ্ন: ভারতের প্রথম হাইড্রোজেন পরিবহন পাইপ কোন কোম্পানি তৈরি করেছিল 

উত্তর: টাটা স্টিল


আরও পড়ুনঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার সকল ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন 

উত্তর: ঋদ্ধিমান শাহ


প্রশ্ন: সম্প্রতি কোন দেশ সফলভাবে একটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে 

উত্তর: জাপান


প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যে 'মাঘি গণেশ উৎসব' শুরু হয়েছে

উত্তর: মহারাষ্ট্র


নবীনতর পূর্বতন