𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৩ মার্চ ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৩ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: ২০২৫ সালের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন
উত্তর: প্রণব ভেঙ্কটেশ
প্রশ্ন: জলাভূমির সুবিচারপূর্ণ ব্যবহারের জন্য সম্প্রতি কে রামসার পুরস্কার পেয়েছেন
উত্তর: জয়শ্রী ভেঙ্কটেসন
প্রশ্ন: কোন সংস্থা সম্প্রতি বিশ্বের তৃতীয় শক্তিশালী বীমা ব্র্যান্ডে পরিণত হয়েছে
উত্তর: এলআইসি
প্রশ্ন: ভারত কোন দেশের সহযোগিতায় খঞ্জর-XII মহড়া আয়োজন করছে
উত্তর: কিরগিজস্তান
আরও পড়ুনঃ ১২ মার্চ ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি কোন দিনে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF) প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে
উত্তর: ১০ মার্চ
প্রশ্ন: সম্প্রতি HPCL-এর চেয়ারম্যান ও MD হিসেবে কে নিযুক্ত হয়েছেন
উত্তর: বিকাশ কৌশল
প্রশ্ন: কোন রাজ্যের মন্ত্রিসভা সম্প্রতি কোচিং সেন্টার নিয়ন্ত্রণের জন্য একটি বিল অনুমোদন করেছেন
উত্তর: রাজস্থান
প্রশ্ন: ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স ২০২৫ সম্প্রতি কোথায় শুরু হয়েছে
উত্তর: নয়াদিল্লি
প্রশ্ন: সম্প্রতি রুয়ান্ডা ওপেন টেনিস টুর্নামেন্টের ডাবলস শিরোপা কে জিতেছেন
উত্তর: আলেকজান্ডার ডনস্কি এবং সিদ্ধান্ত বান্থিয়া
প্রশ্ন: মার্ক কার্নি সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন
উত্তর: কানাডা
প্রশ্ন: Astra MK-III ক্ষেপণাস্ত্রের নতুন নাম কী
উত্তর: Gandiva