১৫ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


১৫ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৫ মার্চ ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


১৫ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: International Day Of Action For Rivers কবে পালিত হয়? 

উত্তর: ১৪ মার্চ


প্রশ্ন: World Sleep Day 2025 কবে পালিত হয়? 

উত্তর: ১৪ মার্চ


প্রশ্ন: ২০২৪ সালে দুবাইতে সরাসরি বিদেশী বিনিয়োগের শীর্ষস্থানীয় দেশ কোনটি? 

উত্তর: ভারত


প্রশ্ন: অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান কে হলেন?

উত্তর: অরুণ মামেন


আরও পড়ুনঃ ১৪ মার্চ ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: সম্প্রতি ভারতের কোন রাজ্যে 'জাদয়স্বামী উৎসব' পালিত হয়েছে? 

উত্তর: তামিলনাড়ু


প্রশ্ন: সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 

উত্তর: অতুল কুমার গোয়েল


প্রশ্ন: 4th ‘No Money for Terror’ (NMFT) Conference 2025 কোথায় আয়োজিত হলো? 

উত্তর: মিউনিখ

নবীনতর পূর্বতন