𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৮ মার্চ ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৮ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: WAVES 2025 (ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট) এর প্রথম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হবে
উত্তর: মুম্বাই
প্রশ্ন: কোন দেশ ৫০০০ কিলোমিটার পাল্লার রাডার সিস্টেম স্থাপন করেছে
উত্তর: চীন
প্রশ্ন: কোন কোম্পানি সম্প্রতি জ্বালানি সাক্ষরতা অভিযান চালু করেছে
উত্তর: টাটা পাওয়ার
প্রশ্ন: Anusandhan National Research Foundation এর CEO কে হলেন
উত্তর: ডক্টর শিবকুমার কল্যারামন
আরও পড়ুনঃ ১৭ মার্চ ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: ভারতের কোন রাজ্য সৌরশক্তি ব্যবহার করে পৌর কর্পোরেশন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে
উত্তর: উত্তরপ্রদেশ
প্রশ্ন: ভারত সম্প্রতি কোন দেশের সাথে কৃষি বিষয়ক প্রথম যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠক করেছে
উত্তর: চিলি
প্রশ্ন: TEJS MK 1 প্রোটোটাইপ থেকে ASTRA ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের কোন রাজ্যে পরিচালিত হয়েছিল
উত্তর: ওড়িশা
প্রশ্ন: ভারতের সফটওয়্যার এবং আইটি পরিষেবা রপ্তানি সম্প্রতি কত বিলিয়ন ডলারে পৌঁছেছে
উত্তর: ২০০ বিলিয়ন ডলার
প্রশ্ন: সম্প্রতি টাটা কমিউনিকেশনসের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন
উত্তর: এন গণপতি সুব্রহ্মণ্যম