২৯ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

২৯ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,

ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৯ মার্চ ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।

কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।

তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।

২৯ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

প্রশ্ন: সম্প্রতি সংবাদ শিরোনামে আসা ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? 

উত্তর: কর্ণাটক

প্রশ্ন: ২০২৫ সালের সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সুনীল কুমার কোন পদক জিতেছেন? 

উত্তর: ব্রোঞ্জ

প্রশ্ন: কোন মন্ত্রণালয় আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সাথে ভারতের সামাজিক সুরক্ষা ডেটা পুলিং অনুশীলন শুরু করেছে? 

উত্তর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

প্রশ্ন: Abel Prize 2025 কে পেলেন?

উত্তর: জাপানের ম্যাথেমেটিশিয়ান Masaki Kashiwara

আরও পড়ুনঃ ২৮ মার্চ ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স

প্রশ্ন: কোন মন্ত্রণালয় ডিজিটাল ফসল জরিপ (DCS) সিস্টেম চালু করেছে?

উত্তর: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়

প্রশ্ন: সম্প্রতি খবরে দেখা যাওয়া "GSAT 18" কোন ধরণের উপগ্রহ? 

উত্তর: Communication Satellite

প্রশ্ন: PM-WANI প্রকল্প কোন খাতের সাথে সম্পর্কিত?

উত্তর: ইন্টারনেট পরিষেবা

প্রশ্ন: কোন মন্ত্রণালয় "বালপান কি কবিতা" উদ্যোগ চালু করেছে? 

উত্তর: শিক্ষা মন্ত্রণালয়

নবীনতর পূর্বতন