𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৭ মার্চ ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৭ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি LEVI গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর: দিলজিৎ দোসাঞ্জ
প্রশ্ন: সম্প্রতি 'GeM'-এর CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর: অজয় ভাদু
প্রশ্ন: সম্প্রতি কোন কোম্পানি হাইড্রোজেন চালিত ভারী-শুল্ক ট্রাক পরীক্ষা করেছে?
উত্তর: টাটা
প্রশ্ন: RBI এর Executive Director পদে কি নিয়োগ হলেন?
উত্তর: Ajit Ratnakar Joshi
আরও পড়ুনঃ ৬ মার্চ ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছেন?
উত্তর: উত্তরাখণ্ড
প্রশ্ন: ইয়ামান্দো ওরসি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন?
উত্তর: উরুগুয়ে
প্রশ্ন: সম্প্রতি কবে 'আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ সচেতনতা দিবস' পালিত হয়?
উত্তর: ৫ মার্চ
প্রশ্ন: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫ সম্প্রতি কোথায় আয়োজন করা হয়েছিল?
উত্তর: স্পেন
প্রশ্ন: চন্দ্রযান "ব্লু ঘোস্ট" কোন দেশের বেসরকারি কোম্পানির?
উত্তর: আমেরিকা