৯ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


৯ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৯ মার্চ ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


৯ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: প্রাগ মাস্টার্স ২০২৫ দাবা খেতাব কে জিতেছেন 

উত্তর: অরবিন্দ চিদাম্বরম


প্রশ্ন: জন ঔষধি দিবস কখন পালিত হয় 

উত্তর: ৭ মার্চ


প্রশ্ন: কোন রাজ্য নারী সুরক্ষার জন্য "প্রকল্প হিফাজত" চালু করেছে 

উত্তর: পাঞ্জাব


প্রশ্ন: ফেডারেল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে 

উত্তর: বিদ্যা বালান


আরও পড়ুনঃ ৮ মার্চ ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


প্রশ্ন: ভারতীয় নৌবাহিনী কোথায় সি ড্রাগন ২০২৫ মহড়ায় অংশগ্রহণ করেছিল 

উত্তর: গুয়াম


প্রশ্ন: NMDC এর চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন 

উত্তর: অমিতাভ মুখার্জি


প্রশ্ন: কোন কোম্পানি মহিলাদের জন্য 'বীমা বীর' প্রচারণা চালু করেছে 

উত্তর: ফোনপে


প্রশ্ন: ফ্রেড স্টাহল কে ছিলেন, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন 

উত্তর: টেনিস খেলোয়াড়


নবীনতর পূর্বতন