𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১ এপ্রিল ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: সম্প্রতি কে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে ATP মাস্টার্স ১০০০ সেমিফাইনালে পৌঁছান
উত্তর: নোভাক জোকোভিচ
প্রশ্ন: সম্প্রতি কে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন
উত্তর: চাল্লা এস. শেঠি
প্রশ্ন: অপারেশন ব্রহ্মার অধীনে, ভারত সম্প্রতি কোন দেশে মানবিক সাহায্য পাঠিয়েছে
উত্তর: মায়ানমার
প্রশ্ন: Sustainable Development Goal Index 2024 এ ভারতের স্থান কত
উত্তর: ১০৯ তম।
আরও পড়ুনঃ ৩১ মার্চ ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: রাষ্ট্রপতি মুর্মু সম্প্রতি কোথায় জাতীয় পরিবেশ সম্মেলন ২০২৫ উদ্বোধন করেছেন
উত্তর: নয়াদিল্লি
প্রশ্ন: ভারত এবং কোন দেশের মধ্যে নৌ-মহড়া ইন্দ্র ২০২৫ পরিচালিত হয়েছিল
উত্তর: রাশিয়া
প্রশ্ন: ভারতীয় ডাক বিভাগ সম্প্রতি কার স্মরণে একটি ডাকটিকিট প্রকাশ করেছে
উত্তর: মাতা কর্ম।
প্রশ্ন: কোন রাজ্যের মন্ত্রিসভা সম্প্রতি 'কোসি মেচি আন্তঃরাজ্য সংযোগ প্রকল্প' অনুমোদন করেছে
উত্তর: বিহার
প্রশ্ন: হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL)-এর খাদ্য বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন
উত্তর: রজনীত কোহলি
প্রশ্ন: ৮৪ বছর বয়সে প্রয়াত হওয়া প্রাক্তন বোলার পিটার লিভার কোন দেশের প্রতিনিধিত্ব করেছিলেন
উত্তর: ইংল্যান্ড