২৩ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

২৩ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com

𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,

ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৩ এপ্রিল ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।

কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।

তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।

২৩ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

ষষ্ঠ এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্সে ভারতের পদক সংখ্যা - ১১টি

২০২৫ সালের Earth Day এর থিম - আমাদের শক্তি, আমাদের গ্রহ

১৪ এপ্রিল ডঃ আম্বেদকর দিবস ঘোষণা করেছে - নিউ ইয়র্ক শহর (USA)

আইএনএস চেন্নাই ভারতীয় নৌবাহিনীর - কলকাতা-শ্রেণীর জাহাজ

নতুন রাজস্ব সচিব নিযুক্ত - অরবিন্দ শ্রীবাস্তব

BSE উদযাপন করেছে - ১৫০তম বার্ষিকী

আরও পড়ুনঃ ২২ এপ্রিল ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স

সিভিল সার্ভিসেস দিবস প্রতি বছর পালিত হয় - ২১ এপ্রিল

Exercise Desert Flag-10 এর আয়োজক দেশ - সংযুক্ত আরব আমিরাত (UAE)

AIIB-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত - অজয় ভূষণ পান্ডে

ভারতের প্রথম PFBR অবস্থিত - তামিলনাড়ু

নবীনতর পূর্বতন