𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৬ এপ্রিল ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৬ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
নিখিল সিংহল উত্তরপ্রদেশ আনমোল রতন পুরস্কারে ভূষিত হয়েছেন
"দ্য গ্রেট কনসিলিয়েটর" বইটির লেখক হলেন সঞ্জীব চোপড়া
রেল স্টেশনগুলিতে সৌরশক্তি স্থাপনে রাজস্থান শীর্ষে
ভারত চিলিকে WAVES 2025-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে
মহারাষ্ট্র তিনটি AI কেন্দ্র স্থাপনের জন্য মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে
ট্যালি ক্রিকেট লীগ ২০২৫ সম্প্রতি আয়োজন করা হয়েছে লাদাখে
তামিলনাড়ুর কুম্ভকোণম পান পাতা ও থোভালাই ফুলের মালা GI ট্যাগ পেয়েছে
আরও পড়ুনঃ ৫ এপ্রিল ২০২৫ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
বিশ্ব অটিজম সচেতনতা দিবস সম্প্রতি পালিত হয় ২ এপ্রিল
গ্রেট ইন্ডিয়ান সাইক্লোথন সম্প্রতি শেষ হয়েছে কন্যাকুমারীতে
মহারাষ্ট্রের রাজ্যপাল ৬২তম জাতীয় সমুদ্র দিবস ও বণিক নৌবাহিনী সপ্তাহ উদ্বোধন করেছেন
সলিলা পান্ডে সম্প্রতি এসবিআই কার্ডের এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন
ঝাড়খন্ডে সারহুল উৎসব সম্প্রতি পালিত হয়েছে
পুনম গুপ্তা আরবিআই-এর ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন
নীহারিকা সিংহানিয়া ঘোড়সওয়ারিতে স্বর্ণপদক জিতেছেন
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছেন
কমল হাসান সম্প্রতি FICCI মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট কমিটি সাউথের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন