জেনে নাও শিশু সম্পর্কে মনোবিজ্ঞানীদের কি কি ধারণা রয়েছে যা আপনাদের শিশু লালন-পালনের কাজে লাগবে।

 


শিশু সম্পর্কে পৃথিবী শ্রেষ্ঠ মনোবিজ্ঞানীদের মতামত।এবার আপনার শিশুকে আপনি কিভাবে তৈরি করবেন সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার।

  • শিশু সম্পর্কে পৃথিবীর সমস্ত বিখ্যাত মনোবিজ্ঞানীরা বলেন
  •  যে শিশু উপহাস নিয়ে বাঁচে, সে বড় হয়ে ভীরু হয়।
  •  যে শিশু সমালোচনার মধ্যে বড় হয়, সে শুধু নিন্দা করতে শেখে।
  •  যে শিশু সন্দেহের মধ্যে বড় হয়, সেপ্রতারণা করতে শেখে।
  •  যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয়, সে শত্রুতা করতে শেখে।
  •  যে শিশু স্নেহের মধ্যে বড় হয়, সে ভালবাসতে শেখে।
  •  যে শিশু উৎসাহ পেয়ে বড় হয়, সে আত্মবিশ্বাসী হয়।
  •  যে শিশু সত্যের মধ্যে বড় হয়, সে সুবিচার করতে শেখে।
  •  যে শিশু প্রশংসার মধ্যে বড় হয়, সে অন্যদের গুণ ধারণ করতে শেখে।
  •  যে শিশু ভাগ করে খাওয়ায় অভ্যস্ত হয়,সে সুবিবেচক হয়।
  •  যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয়, সে সহনশীল হয়।
  •  যে শিশু সুখী পরিবেশে বড় হয়, সে ভালোবাসা ও সৌন্দর্য শেখে।


এই পোস্টটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দাও