পশ্চিমবঙ্গের এর কোন কোন জেলা কিসের জন্য বিখ্যাত এবং ভারতবর্ষের কোন কোন রাজ্য কিসের জন্য বিখ্যাত?

 


পশ্চিমবঙ্গের এর কোন কোন জেলা কিসের জন্য বিখ্যাত এবং ভারতবর্ষের কোন কোন রাজ্য কিসের জন্য বিখ্যাত একসঙ্গে একজায়গায়


পশ্চিমবঙ্গের কোন জেলায় কি কি বিখ্যাত?

  • আম - মালদা।
  • আলু - হুগলী।
  • আনারস - জলপাইগুড়ি।
  • সরভাজা, সরপুরিয়া - নদীয়ার কৃষ্ণনগর ।
  • মাটির পুতুল- নদীয়ার কৃষ্ণনগর ।
  • ধান - বর্ধমান[ধানের গোলা]
  • গামছা - মুর্শিদাবাদের বেলডাঙ্গা, উঃ ২৪ পরগনার বসিরহাট, বাঁকুড়া ।
  • লঙ্কা - মুর্শিদাবাদের বেলডাঙ্গা ।
  • টেরাকোটা - বাঁকুড়ার বিষ্ণুপুর ।
  • পিতল কাঁসা - বাঁকুড়ার বিষ্ণুপুর ।
  • ল্যাংচা - বর্ধমান এর শক্তিগড়।
  • রেশম - মুর্শিদাবাদ, মালদা ।
  • তামাক - কুচবিহার ।
  • কাজুবাদাম - মেদিনীপুর ।
  • মিহিদানা, সীতাভোগ - বর্ধমান ।
  • লিচু - মুর্শিদাবাদ ।
  • চা - দার্জিলিং ।
  • পেয়ারা, লিচু - দঃ ২৪ পরগনার বারুইপুর ।
  • সব্জী - নদীয়া।
  • মনোহরা - হুগলির জনাই ।
  • ছানাবড়া - মুর্শিদাবাদের বহরমপুর।
  • মোরব্বা - বীরভূম।
  • মোয়া - দঃ ২৪ পরগনার জয়নগর।
  • রসগোল্লা - কলকাতা।
  • মাদুর - মেদিনীপুর।
  • কাঁসার - মুর্শিদাবাদ ।
  • দই - নদীয়ার নবদ্বীপ।
  • জলভরা সন্দেশ - হুগলির চন্দনগর।
  • তুলাইপাঞ্জি চাল - উত্তর দিনাজপুর।
  • ছৌ নাচ - পুরুলিয়া।


হুগলীর কামারপুকুর এর "বোঁদে"

পশ্চিম মেদনীপুরের চন্দ্রকোনা-ক্ষীরপাই এর "বাবর্শা"

পূর্ব মেদনীপুরের পাঁশকুড়ার "চপ"


ভারতবর্ষের কোন কোন রাজ্য কিসের জন্য বিখ্যাত?


  • জম্মু কাশ্মীর - আপেলের জন্য বিখ্যাত
  • কেরালা - রাবারের জন্য বিখ্যাত
  • অন্ধ্রপ্রদেশ - তামাকের জন্য বিখ্যাত
  • তামিলনাড়ু - নারকেলের জন্য বিখ্যাত
  • গুজরাট - তুলার জন্য বিখ্যাত
  • পশ্চিমবঙ্গ - পাটের জন্য বিখ্যাত
  • উত্তর প্রদেশ - আখের জন্য বিখ্যাত
  • মধ্যপ্রদেশ - তৈল বীজের জন্য বিখ্যাত
  • উত্তর প্রদেশ - খাদ্যশস্যের জন্য বিখ্যাত
  • রাজস্থান - সরিষার জন্য বিখ্যাত
  • মধ্যপ্রদেশ - ডালের জন্য বিখ্যাত
  • আসাম - চায়ের জন্য বিখ্যাত
  • মধ্যপ্রদেশ - ভুট্টার জন্য বিখ্যাত
  • গুজরাট - আলুর জন্য বিখ্যাত
  • উত্তর প্রদেশ - গমের জন্য বিখ্যাত
  • পশ্চিমবঙ্গ - ধানের জন্য বিখ্যাত
  • গুজরাট - সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত
  • মধ্যপ্রদেশ - মহিষের জন্য বিখ্যাত
  • উত্তর প্রদেশ - দুধের জন্য বিখ্যাত
  • রাজস্থান - ছাগল ও ভেড়ার জন্য বিখ্যাত
  • ওড়িশা - বক্সাইটের জন্য বিখ্যাত
  • রাজস্থান - জিপসাম এর জন্য বিখ্যাত
  • ছত্রিশগড় - কয়লার জন্য বিখ্যাত
  • বিহার - অভ্রর জন্য বিখ্যাত
  • ঝাড়খন্ড - ইউরেনিয়ামের জন্য বিখ্যাত
  • কর্ণাটক - চুনা পাথরের জন্য বিখ্যাত
  • ঝাড়খন্ড - তামার জন্য বিখ্যাত
  • কর্ণাটক - ম্যাঙ্গানিজের জন্য
  • গোয়া - লোহার জন্য বিখ্যাত
  • কর্ণাটক - সানোর জন্য বিখ্যাত

এই পোস্টটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দাও