ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই।
আজকের পোস্টে Gram Panchayat Exam Special বাংলা ক্যুইজ জিকে অনলাইন মক টেস্ট পর্ব ৬- এর আয়োজন করা এই পর্বে থাকছে বাছাই করা গুরুত্বপূর্ণ মোট ২০টি জিকে প্রশ্ন উত্তর, যেগুলি প্রায় সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে কুইজ পর্ব গুলিতে প্রতিনিয়ত অংশ নিয়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন বিনামূল্যে।
১) পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি ?
Answer – মারিয়ানা খাত
২) ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Answer – Brussels, বেলজিয়াম
৩) সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Answer – রাজস্থান
৪) লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
Answer – মঙ্গলকে
৫) পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
Answer – শুক্র গ্রহকে
৬) সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
Answer – বুধ
৭) সার্ক (SAARC)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Answer – কাঠমান্ডু
৮) ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয় ?
Answer – হোমি জাহাঙ্গীর ভাবা
৯) কে ১৯০৫ সালের ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ?
Answer – পুলিনবিহারী দাস
১০) প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?
Answer – সিলিয়া
১১) ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা-
Answer – বরাহ মিহির
১২) ‘পরশুরাম’- কার ছদ্মনাম?
Answer – রাজশেখর বসু
১৩) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ?
Answer – দয়ানন্দ সরস্বতী
১৪) ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী ?
Answer – মিথাইল আইসোসায়ানেট
১৫) ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল?
Answer – পোখরান
১৬) সবচেয়ে হালকা মৌলিক পদার্থ ?
Answer – হাইড্রোজেন
১৭) পেশির ক্লান্তির জন্য দায়ী কে ?
Answer – পাইরুভিক এসিড
১৮) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
Answer – ভিটামিন C
১৯) ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
Answer – এস. সোমনাথ
২০) মিশন চন্দ্রযান 3 কোন সংস্থা লঞ্চ করেছে ?
Answer – ISRO
২১) কোন দেশের ছাদ নামক জলাভূমি দেখা যায়?
Answer – দক্ষিণ সুদান
২২) বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় ?
Answer – ২৮ শে জুলাই
২৩) হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
Answer – যশবন্ত সিং পারমার
২৪) দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Answer – ঝাড়খন্ড
২৫) কোন দেশে সাড নামক জলাভূমি দেখা যায়?
Answer – দক্ষিণ সুদান
২৬) বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় ?
Answer – ২৮শে জুলাই
২৭) হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
Answer – যশবন্ত সিং পারমার
২৮) দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Answer – ঝাড়খন্ড
২৯) গামা রশ্মি কে আবিষ্কার করেন ?
Answer – পল ভিলার্ড
৩০) আন্তর্জাতিক ক্রীড়া দিবস কার স্মরণে পালন করা হয় ?
Answer – ধ্যানচাঁদ
গশ্চিমবঙ্গের ২৩টি জেলায় গ্রাম পঞ্চায়েত দফতরে বিভিন্ন পদে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং চাকরিপ্রার্থীরা সঠিকভাবে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের এই প্র্যাক্টিস সেট গুলি ফলো করুন।
🙏 এই পোস্টটি শেয়ার করো প্রয়োজনীয়দের কাছে