𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই।
আজকের পোস্টে Gram Panchayat Exam Special বাংলা ক্যুইজ জিকে অনলাইন মক টেস্ট পর্ব ৭- এর আয়োজন করা এই পর্বে থাকছে বাছাই করা গুরুত্বপূর্ণ মোট ২০টি জিকে প্রশ্ন উত্তর, যেগুলি প্রায় সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে কুইজ পর্ব গুলিতে প্রতিনিয়ত অংশ নিয়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন বিনামূল্যে।
১) মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি ?
Answer – স্টেপিস
২) ভারতীয় চিকিৎসা শাস্ত্রের সর্বপ্রথম উল্লেখ কোন বেদে পাওয়া যায়?
Answer – অথর্ববেদ
৩) ‘ চরিত্রম’ সংস্কৃতে কে লেখেন ?
Answer – অশ্বঘোষ
৪) নন্দ বংশের কোন সম্রাট ‘একরাট’ উপাধি নেন ?
Answer – মহাপদ্ম নন্দ
৫) মেহলিস্ গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়?
Answer – ফিতা কৃমি
৬) কে প্রথম কেঁচো কে কৃষকের বন্ধু বলেন?
Answer – চার্লস ডারউইন
৭) পাতার তলায় তৈরি রেনুস্থলী গুচ্ছ কে কি বলে?
Answer – সোরাস
৮) কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কিত ?
Answer – ক্লোরেল্লা
৯) বানিহাল গিরিপথের অপর নাম কি ?
Answer – জওহর সুরঙ্গ
১০) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি?
Answer – কয়লা
১১) চাঁদের ব্যাস কত?
Answer – ৩৪৭৪কিমি
১২) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে?
Answer – তাম্রলিপ্ত
১৩) হাঙ্গর থেকে তৈল প্রস্তুত এর কারখানা কোথায় অবস্থিত?
Answer – জুন পুট
১৪) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি?
Answer – চিনামাটি
১৫) পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্টজাইট পাওয়া যায় ?
Answer – দার্জিলিং
১৬) কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয় ?
Answer – 1989 সালে
১৭) ‘হাজারদুয়ারি’ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
Answer – মুর্শিদাবাদ
১৮) পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক আলু উৎপাদন হয় ?
Answer – হুগলি
১৯) পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোথায় অবস্থিত?
Answer – পুরুলিয়া
২০) ভাগীরথী ও অলকানন্দা কোথায় একত্রে মিলিত হয় ?
Answer – দেবপ্রয়াগ
২১) পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়?
Answer – বীরভূম
২২) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
Answer – পুরুলিয়া
২৩) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল ?
Answer – সান্দাকাফু
২৪) পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়তনে নদী রয়েছে ?
Answer – দক্ষিণ দিনাজপুর
২৫) শিলিগুড়ির চার নিলাম কেন্দ্র স্থাপিত হয় কত সালে?
Answer – 1976 সালে
২৬) জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত?
Answer – তোর্সা
২৭) পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভান্ডার বলা হয় ?
Answer – বর্ধমান
২৮) ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল?
Answer – শ্রীরামপুর
২৯) ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
Answer – ঘুষুড়িতে
৩০) পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির অনুপাত বেশি ?
Answer – দক্ষিণ ২৪ পরগনা
গশ্চিমবঙ্গের ২৩টি জেলায় গ্রাম পঞ্চায়েত দফতরে বিভিন্ন পদে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং চাকরিপ্রার্থীরা সঠিকভাবে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের এই প্র্যাক্টিস সেট গুলি ফলো করুন।
🙏 এই পোস্টটি শেয়ার করো প্রয়োজনীয়দের কাছে