গ্রাম পঞ্চায়েত স্পেশাল জিকে প্রশ্ন উত্তর | WB Gram Panchayat Special GK Question Answer in Bengali Part 8 | @abbangla.com


গ্রাম পঞ্চায়েত স্পেশাল জিকে প্রশ্ন উত্তর | WB Gram Panchayat Special GK Question Answer in Bengali Part 8 | @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,

ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই।

আজকের পোস্টে Gram Panchayat Exam Special বাংলা ক্যুইজ জিকে অনলাইন মক টেস্ট পর্ব ৮- এর আয়োজন করা এই পর্বে থাকছে বাছাই করা গুরুত্বপূর্ণ মোট ২০টি জিকে প্রশ্ন উত্তর, যেগুলি প্রায় সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে কুইজ পর্ব গুলিতে প্রতিনিয়ত অংশ নিয়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন বিনামূল্যে।


১) পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় ?

Answer – বক্সদুয়ার


২) ভারতের কোথায় টিস্যু কাগজ তৈরি হয়?

Answer – ত্রিবেনী


৩) পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর বিখ্যাত?

Answer – পূর্ব ও পশ্চিম মেদিনীপুর


৪) অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

Answer – চেমটোবুরু


৫) বিভিন্ন কমিশনের সভাপতি কে নিয়োগ করেন?

Answer – রাষ্ট্রপতি


৬) পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত কোন নদীটি বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয় ?

Answer – তিস্তা


৭) মালদা জেলার প্রাচীন পলিমাটি কে কি বলে ?

Answer – বরেন্দ্রভূমি


৮) কোন স্থানটি ভুটানে যাওয়ার প্রবেশ পথ নামে পরিচিত?

Answer – জলপাইগুড়ি


৯) কত সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় ?

Answer – ১৮৭২ সালে


১০) পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় ?

Answer – আলিপুরদুয়ার


১১) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি ?

Answer – জয়ী সেতু (তিস্তা নদীর)।


১২) পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি ?

Answer – দার্জিলিং


১৩) পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি ?

Answer – ঘুম রেলস্টেশন, দার্জিলিং


১৪) পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি ?

Answer – ফারাক্কা বাঁধ


১৫) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?

Answer – পুরুলিয়া


১৬) পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক কত বছর?

Answer – 450 কোটি


১৭) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় ধরনের?

Answer – 3


১৮) বিপন্ন বা লুপ্ত প্রায় প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, সেটি হলো-

Answer – রেড ডাটা বুক


১৯) কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে গণ্য করা হবে?

Answer – 50


২০) ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-

Answer – হেকেল


২১) জীব বৈচিত্র্য কত ধরনের?

Answer – 3


২২) পৃথিবীতে কি থাকার জন্য পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে?

Answer – বারিমন্ডল


২৩) কোন শিলা মার্বেলে রূপান্তরিত হয়?

Answer – চুনাপাথর


২৪) মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তার নাম হলো-

Answer – ব্ল্যাক ডাটা বুক


২৫) জীবাশ্ম পাঠ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?

Answer – পালিওনটোলজি


২৬) কোনটি প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয়?

Answer – সংস্কৃতি


২৭) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

Answer – বৃহস্পতি


২৮) অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, সেটি হলো-

Answer – গ্রিন ডাটা বুক


২৯) জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরীতে সংরক্ষণ করা কোন ধরনের কনজারভেশন পদ্ধতি?

Answer – এক্স -সিটু


৩০) ‘পোচিং’ শব্দের অর্থ কী?

Answer – চোরা শিকার ও বেআইনিভাবে গাছ কাটা



গশ্চিমবঙ্গের ২৩টি জেলায় গ্রাম পঞ্চায়েত দফতরে বিভিন্ন পদে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং চাকরিপ্রার্থীরা সঠিকভাবে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের এই প্র্যাক্টিস সেট গুলি ফলো করুন।


🙏 এই পোস্টটি শেয়ার করো প্রয়োজনীয়দের কাছে


নবীনতর পূর্বতন