২৭শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com



𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৭শে সেপ্টেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২৭শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • ভারতের প্রথম CO2-to-methanol pilot plant কোথায় তৈরি হল - পুনে তে।

  •  Goa Maritime Symposium (GMS-24) - আয়োজন করল কোন সংস্থা - ভারতীয় নেভি।

  •  বিচারপতি সুরেশ কুমার কাইট সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্ট  প্রধান বিচারপতি হয়েছেন - মধ্যপ্রদেশ এর।

  • সম্প্রতি কে বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন – এস.পি ধরকার।

  • ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন – এমএস রামচন্দ্র রাও।

  • ভারতের প্রথম 'Paperless Election' করলো কোন রাজ্য - মধ্যপ্রদেশ।

  • CM-SATH স্কিম লঞ্চ করল কোন রাজ্য সরকার - ত্রিপুরা।

  • World Environmental Health Day কবে পালিত হয় - ২৬ সেপ্টেম্বর।

  • DRDO এবং আইআইটি দিল্লী — ABHED নামক হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল।

  • বাংলাদেশের অল-রাউন্ডার ক্রিকেটার — সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন।

  • Asian Organisation of Supreme Audit Institutions (ASOSAI) 2024-2027 -এর জন্য চেয়ারম্যানশিপের দায়িত্ব নিলেন ভারতের — CAG গিরিশ চন্দ্র মুর্মু।

  • 2024 অর্থবর্ষে জন্য ভারতের GDP গ্রোথ রেট 7% এবং 2025 বর্ষের জন্য 7.2% নির্ধারণ করলো — এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)।

  • ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসে Global Prestige Award-এ ভূষিত হলেন — প্রোডিউসার বিনোদ বচ্চন।

  • ‘Ek Ped Maa Ke Naam’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী — জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।

  • Aeronautical Development Agency -এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন — জিতেন্দ্র জে যাদব।



নবীনতর পূর্বতন