২৮শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


২৮শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স @abbangla.com


𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,


ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২৮শে সেপ্টেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। 


তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের WhatsappTelegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।


২৮শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স


  • World Free Zones Organisation (World FZO) Congress কোথায় অনুষ্ঠিত হবে - দুবাই।


  • Ocean-24 নৌসেনা মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে - রাশিয়া ও চীন।


  • সম্প্রতি কে পরম রুদ্র সুপার কম্পিউটার চালু করেছে - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


  • শিগেরু ইশিবা কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন - জাপান।


  • B. Vanlalvawna সম্প্রতি কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? - কম্বোডিয়া।


  • World Tourism Day পালিত হয় কবে - ২৭ সেপ্টেম্বর।


  • 5G O-RAN টেস্টিং ল্যাব কে উদ্বোধন করেন? - জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।


আরও পড়ুনঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স


  • সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Smart Dragon -3 , এটি কি - চীনের তৈরি একটি রকেট যেটি সাফল্যের সাথে লঞ্চ হয়েছে।


  • প্রতিবছর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় 27 সেপ্টেম্বর, এবারের থিম ছিল — “Tourism and Peace”


  • বিশ্ব পর্যটন দিবসে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক একটি জাতীয় পর্যটন উদ্যোগ চালু করেছে, যার নাম হল — পর্যটন মিত্র এবং পর্যটন দিদি।


  • IBSF World 6-Red Snooker Championship 2024 -এ সোনার মেডেল জিতলেন — কমল চাওলা।


  • ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন — এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধারকর।


  • ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম — ইথানল উৎপাদক এবং ভোক্তা।


  • Best Tourism Heritage Villages 2024 প্রতিযোগিতায় সেরা গ্রাম হিসেবে খেতাব অর্জন করল — মণিপুরের আন্দ্রো গ্রাম।



নবীনতর পূর্বতন