𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- Urban Governance Index (UGI) 2024 তালিকায় প্রথম স্থান পেল কোন রাজ্য - কেরালা।
- International Translation Day পালিত হয় কবে - ৩০ সেপ্টেম্বর।
- FIFA World Cup 2026 এর অফিসিয়াল স্পন্সর পেল কে - Lay's।
- Krishi Sakhi প্রকল্প লঞ্চ করলে কোন রাজ্য সরকার - উত্তর প্রদেশ।
আরও পড়ুনঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- Indian Newspaper Society (INS) এর প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন - M V Shreyams Kumar।
- Aeronautical Development Agency (ADA) - এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন - Jitendra J. Jadhav।
- আইসল্যান্ডের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত কে নির্বাচিত হলেন - Ravindra।
- দাদাসাহেব ফালকে পুরস্কার দিলেন কোন অভিনেতা - মিঠুন চক্রবর্তী।
- দিল্লি হাইকোর্টে প্রধান বিচারপতি পদে নির্বাচিত কে হলেন - Justice Manmohan।