𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ৩০শে সেপ্টেম্বর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
৩০শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- ২০২৩ সালের আইসিসি লাইফ টাইম এসাইনমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো - দীপক সি মেহতা।
- world talent ranking 2024 তালিকায় ভারতের স্থান কত - ৫৮ তম। প্রথম স্থান - সুইজারল্যান্ডের।
- সম্প্রতি কোন দেশের মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনে ৩৭৪ দিন থাকার সর্বাধিক রেকর্ড করেছে - রাশিয়া।
- সম্প্রতি ৫০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার কোন প্লেয়ার - ডেভিড মিলার।
- এবছর আয়ুর্বেদা ডে পালিত হবে কবে - ২৯ অক্টোবর।
- সম্প্রতি কোন ক্রিকেটার ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন? - ডোয়াইন ব্রাভো।
- প্রতি বছর 29 সেপ্টেম্বর World Heart Day পালন করা হয়, এ বছরের থিম ছিল — ‘Use Heart for Action’।
- Hurun India Under-35 লিস্ট 2024 -এ জায়গা পেলেন — Isha Ambani এবং Akash Ambani।
- মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে — Suresh Kumar Kait কে এবং মেঘলয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে — Indra Prasanna Mukerji কে নিযুক্ত করা হল।
- ICC Lifetime Achievement Award 2023-এ সম্মানিত হলেন — দীপক সি মেহতা।