𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১১ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১১ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- World Sight Day 2024 পালিত হয় কবে - ১০ই অক্টোবর।
- এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৪ প্রতিযোগিতায় ভারতীয় মহিলা দল কোন পদক পেল - ব্রোঞ্জ।
- ৩৮ তম ন্যাশনাল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে - উত্তরাখণ্ড।
- সম্প্রতি প্রয়াত হলেন ভারতরত্ন প্রাপ্ত শিল্পপতি রতন টাটা।
- সম্প্রতি কোন দেশের সাথে এই প্রথম ভারতীয় নেভির সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হবে গোয়াতে - ইতালি।
- World Pickleball Championship 2024 আয়োজন করছে কোন দেশ - ভারত।
আরও পড়ুনঃ ১০ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটসম্যান কে হয়েছেন - জো রুট।
- সম্প্রতি প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অর্গানিক কৃষক- Pappammal।
- 2025 সালে 38 তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে- উত্তরাখন্ডে।
- ন্যাশনালে মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি করা হবে- গুজরাটের লোথালে।
- সম্প্রতি 86 বছর বয়সে প্রয়াত রতন টাটা ছিলেন- একজন বিখ্যাত শিল্পপতি।
- সম্প্রতি লেপার্ডের এক বিশেষ জাতি ওড়িশায় দেখতে পাওয়া গেছে, যার নাম- ব্ল্যাক প্যান্থার।
- টুনুশিয়ার রাষ্ট্রপতি হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন- Kais Saied