𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১০ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১০ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Lupex কি বিষয় সম্পর্কিত - ভারতের ৫ম লুনার মিশন যেটি, জাপানের সহযোগিতায় লঞ্চ করা হবে।
- কে রসায়ন 2024 এর জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন- ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন এম জাম্পার।
- সম্প্রতি কে, ফ্রান্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন- সঞ্জীব কুমার সিংলা।
- প্রতি বছর বিশ্ব ডাক দিবস কবে পালিত হয়- ০৯ অক্টোবর।
- নেসলে ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে- মনীশ তিওয়ারি।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Anaconda Strategy, কি - এটি চীনের একটি মিলিটারি স্ট্র্যাটেজি, যেটি তাইওয়ান বিষয়ে তৈরি করা হয়েছে।
আরও পড়ুনঃ ৯ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কোন ক্রিকেটার শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন- সনাথ জয়সুরিয়া।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Marburg , কি - এটি একটি ভাইরাস যেটি দেখা গিয়েছে Rwanda তে।
- সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন- শিগেরু ইসিবা।
- নারী শিক্ষার উন্নতির জন্য ‘নিজুত ময়না’ নামের স্কিম উদ্বোধন করেছে- আসাম সরকার।
- সম্প্রতি পরিবেশগত শিক্ষা ও গবেষণার জন্য জলবায়ু ইনস্টিটিউট চালু করেছে- আমেদাবাদ বিশ্ববিদ্যালয়।
- প্রথমবার বিশ্ব পিকলবল চ্যাম্পিয়ন শিপের আয়োজনকারী দেশ হল- ভারত।
- ওস্তাদ আলাউদ্দিন খান উৎসবের সূচনা হচ্ছে- মধ্যপ্রদেশে।