𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ১৪ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
১৪ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০১৪ প্রতিযোগিতায় ভারতের পুরুষ দল কি পদক পেল - ব্রোঞ্জ।
- Sahula Bathukamma উৎসব কোন রাজ্যে পালিত হয় - তেলেঙ্গানা।
- Andrew Holness সম্প্রতি ভারতে এলেন, তিনি কোন দেশের প্রধানমন্ত্রী - জামাইকা।
- দেশে প্রথম, নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার 'Co District' ব্যাবস্থা আনলো কোন রাজ্য সরকার - অসম।
আরও পড়ুনঃ ১৩ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- 19th East Asia Summit 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে - লাওস।
- World Standard Day পালিত হয় কবে - ১৪ অক্টোবর।
- বিশ্ব ক্ষুধা সূচক ২০২৪ এ ভারতের স্থান কত - ১০৫ তম।