𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২০ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২০ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- ন্যাশনাল কমিশন ফর ওমেন্স (NCW) এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন - Vijaya Rahatkar
- ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসেবে 50 টি আন্তর্জাতিক গোলের রেকর্ড কে করলেন - বালা দেবী।
- 16th BRICS summit 2024 কোথায় অনুষ্ঠিত হবে - রাশিয়া।
- World Statistics Day 2024 কবে পালিত হয় - ২০ অক্টোবর।
আরও পড়ুনঃ ১৯ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- Femina Miss India World 2024 খেতাব জিতলো কে - মধ্যপ্রদেশের Nikita Porwal.
- মহিলা সুরক্ষায় প্রতিটি সরকারি হসপিটালে মেডিকেল কলেজে 'Pink Alarms ' ব্যবস্থা চালু করল কোন রাজ্য সরকার - মধ্যপ্রদেশ।
- Lighthouse Tourism Conclave 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে - উড়িষ্যার পুরীতে।