𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২১ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২১ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- শিক্ষকদের জন্যে AI দ্বারা নির্মিত Shiksha Copilot ডিজিটাল টুল লঞ্চ করল কোন রাজ্য সরকার - কর্ণাটক।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Petra , একটি আর্কিওলজিক্যাল শহর এটি কোন দেশে পাওয়া গেছে - জর্ডন।
- সম্প্রতি কোন রাজ্যের মাদ্রাসা বোর্ড সংস্কৃত কে বাধ্যতামূলক বিষয় হিসেবে মনোনীত করল - উত্তরাখন্ড।
- সম্প্রতি দুবাইতে গ্লোবাল রিসার্চ সেন্টার তৈরি করল ভারতের কোন আইআইটি কলেজ - IIT মাদ্রাজ।
আরও পড়ুনঃ ২০ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- Indian Police Commemoration Day পালিত হয় কবে - ২১ অক্টোবর।
- Indian chamber of commerce এর নতুন প্রেসিডেন্ট কে হলেন - Abhyuday Jindal
- Exercise Swavlamban Shakti আয়োজন করে কারা - ভারতীয় সেনার সুদর্শন চক্র বাহিনী।