𝗗𝗲𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀,
ABBangla.Com এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ২২ অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স হল সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অপরিহার্য অংশ। যা সাম্প্রতিক বিশ্বব্যাপী খবর এবং বর্তমান বিষয়ের সাথে আপডেট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বর্তমানে চাকরির পরীক্ষায় অপরিহার্য বিষয় হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেই থাকে। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন।
তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের Whatsapp ও Telegram চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও।
২২ অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি ম্যালেরিয়া ফ্রী দেশ হিসেবে বিবেচিত হলো কোন দেশ - ইজিপ্ট।
- সম্প্রতি সংবাদ শিরোনামে আসা SPADEX কি সম্পর্কিত - ISRO সংঘটিত একটি মিশন যেখানে দুটি স্যাটেলাইট কে স্পেসে পাঠানো হবে।
- ICC women's T20 World Cup 2024 জিতল কোন দেশ - নিউজিল্যান্ড।
- আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে দীপিকা কুমারী কি পদক পেলেন - রুপো।
আরও পড়ুনঃ ২১ অক্টোবর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
- International Stuttering Awareness Day পালিত হয় কবে - ২২ অক্টোবর।
- টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বল করে 300 উইকেট নেওয়া বোলার কে- কাগিসো রাবাদা
- Exercise Naseem-Al-Bahr 2024 অনুষ্ঠিত হবে ভারত ও কোন দেশের মধ্যে নেভির মধ্যে - ওমান।
- Mission Basundhara 3.0 প্রকল্প লঞ্চ করলে কোন রাজ্য সরকার - আসাম।